ময়ূখ ঠাকুর চক্রবর্তী,কলকাতা: বিজেপি নেতা মনীশ শুক্লা খুনের ঘটনায় তামিলনাড়ুতে গ্রেফতার হল অন্যতম অভিযুক্ত অনীশ ঠাকুর। ওই রাজ্যে একটি স্বর্ণ ঋণদানকারী সংস্থায় ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে সে। এই নিয়ে মনীশ খুনের ঘটনায় ১১ জনকে গ্রেফতার করা হল।


টিটাগড়ে গত ৪ অক্টোবর খুন হন বিজেপি নেতা মনীশ শুক্লা। আর তার চার মাস পর প্রায় ২ হাজার কিলোমিটার দূরে তামিলনাড়ুতে গ্রেফতার হল খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত অনীশ ঠাকুর। সিআইডি সূত্রে দাবি, বিহারে বন্দি সুবোধকান্ত সিংয়ের ঘনিষ্ঠ সহযোগী এই অনীশ। খুনের দিন মনীশকে লক্ষ্য করে অনীশও গুলি চালিয়েছিল। ঘটনার পরই সে পালিয়ে যায় তামিলনাড়ুতে। গত ৪ অক্টোবর টিটাগড় থানা থেকে কিছুটা দূরে খুন হন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মনীশ। বাইকে এসে কয়েকজন দুষ্কৃতী তাঁকে গুলিতে ঝাঁঝরা করে দেয়।


ওই ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডিকে। এর আগে মনীশ খুনে জড়িত অভিযোগে ১০ জনকে গ্রেফতার করেছে সিআইডি। ধৃতদের মধ্যে রয়েছে একাধিক শার্পশ্যুটারও।


সিআইডি সূত্রে খবর, দিন দুয়েক আগে তামিলনাড়ুতে একটি স্বর্ণঋণদানকারী সংস্থায় ডাকাতি করতে গিয়ে ওই রাজ্যের পুলিশের হাতে ধরে পড়ে অনীশ। সিআইডি সূত্রে খবর, তামিলনাড়ুতে গিয়ে আদালতের অনুমতি নিয়ে অনীশকে জেরা করা হবে। প্রয়োজনে তাকে সিআইডি নিজেদের হেফাজতে নিতে পারে বলে সূত্রের খবর। মনীশ খুনে অন্যতম চক্রী সুবোধকান্ত সিং অন্য মামলার সূত্রে বিহারের সংশোধনাগারে বন্দি। তাকেও ট্রানজিট রিমান্ডে রাজ্যে আনতে চায় সিআইডি।