ভোপাল: মধ্যপ্রদেশের ভোপালের অশোক নগর নৃশংস ঘটনা। সদ্যোজাত সন্তানকে ছুরির কোপ মেরে খুন করলেন এক মহিলা। তারপর রক্তাক্ত সন্তানকে নিয়ে বাড়ি ফিরলেন তিনি। তাঁর সাফাই, ও ছিল একটা ছাগল, তাই ওর যেখানে থাকার সেখানে পাঠিয়ে দিয়েছি।
এরপর পুরো ঘটনা পুলিশের কাছে গিয়ে জানান অভিযুক্তর বাবা। ঘটনার কথা জানার পর পুলিশ রশমি লোধি নামে ওই মহিলাকে গ্রেফতার করেছে। রশমি চুরারু গ্রামের বাসিন্দা। তাঁর বাড়ির সদস্যরা জানিয়েছেন, গত শনিবার বিকেলে সন্তানকে নিয়ে বাড়ির বাইরে বেরোন। এর কয়ের ঘণ্টা পর তিনি বাড়িতে ফিরে আসেন। তখন তাঁর সন্তানের শরীর থেকে রক্ত ঝরে পড়ছিল।
রক্তাক্ত ছেলেকে কোলে নিয়েই ওই মহিলা বলছিলেন, ও একটা ছাগল ছিল। ওর যেখানে থাকার কথা আমি সেখানে ওকে পাঠিয়ে দিয়েছি।
পুলিশ জানিয়েছে, রশমির পরিবার প্রথমে অপরাধের ঘটনা চাপা দিয়ে চেয়েছিল। অভিযুক্তের মা আট মাসের ওই শিশুকে চাদর দিয়ে জড়িয়ে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন এবং সেখানে বলেছিলেন যে, শিশুটি সিঁড়ি থেকে পড়ে গিয়েছে।
এরপর রবিবার সকালে রশমির বাবা পুরো ঘটনা পুলিশকে জানান। পুলিশ ঘটনার তদন্তে শুরু করেছে। শিশুটিকে যে হাতিয়ার ব্যবহার করে খুন করা হয়েছে, তা উদ্ধার করা হয়েছে। শিশুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই মহিলা তাঁর সন্তানকে হাইওয়েতে শুইয়ে ছুরির কোপ মারেন। শিশুটির গলায় একাধিক আঘাত ছিল।
অভিযুক্ত রশমি মানসিকভাবে অসুস্থ বলে সন্দেহ। তাঁর মানসিক অবস্থার পর্যালোচনার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই অভাবনীয় নৃশংস ঘটনায় শিউরে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা ভেবেই খেই পাচ্ছেন না, কেন এই নির্মম হত্যাকাণ্ড? নিজের সন্তানকে কীভাবে খুন করতে পারলেন তার গর্ভধারিণী? স্থানীয়দের কারুর কারুর অভিযোগ, ওই শিশুটিকে বলি দিয়েছেন তাঁর মা। আপাতত পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে। সেই তদন্ত থেকেই জানা যাবে, কেন এই ঘটনা ঘটল।
‘যেখানে ওর জায়গা সেখানে পাঠিয়েছি’ : ৮ মাসের সন্তানকে খুন করে সাফাই মায়ের, ‘ও ছিল ছাগল’
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Jan 2021 06:59 PM (IST)
মধ্যপ্রদেশের ভোপালের অশোক নগর নৃশংস ঘটনা। সদ্যোজাত সন্তানকে ছুরির কোপ মেরে খুন করলেন এক মহিলা। তারপর রক্তাক্ত সন্তানকে নিয়ে বাড়ি ফিরলেন তিনি। তাঁর সাফাই, ও ছিল একটা ছাগল, তাই ওর যেখানে থাকার সেখানে পাঠিয়ে দিয়েছি।
NEXT
PREV
অপরাধ (crime) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -