গোপাল চট্টোপাধ্যায় ও শুভেন্দু ভট্টাচার্য: দুই জেলায় দুটি খুনের অভিযোগ। বীরভূমে প্রতিবেশীর সঙ্গে বিবাদের জেরে মহিলাকে খুনের অভিযোগ। অন্যদিকে, কোচবিহারের চিল্কিরহাটে জমি নিয়ে বিবাদের জেরে এক পুলিশ কর্মীকে খুন করা হয়েছে বলে অভিযোগ। দুটি ঘটনাতেই অভিযুক্তরা পলাতক। বীরভূমের তারাপীঠে প্রতিবেশীর গরু ঢুকে বেগুন গাছ নষ্ট করা নিয়ে গণ্ডগোলে ঘটনার সূত্রপাত। অন্যদিকে, কোচবিহারে জমি সংক্রান্ত বিবাদের জেরেই পুলিশ কর্মী খুন হয়েছেন বলে অভিযোগ।
বীরভূমে মহিলাকে খুনের অভিযোগ
বীরভূমের তারাপীঠে প্রতিবেশীর সঙ্গে বিবাদের জেরে এক মহিলাকে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ নারায়ণপুর গ্রামে। মৃতের নাম মায়া মাল। মৃতের পরিবারের অভিযোগ, প্রতিবেশীর গরু গতকাল, রবিবার তাদের বাড়ির বেগুন গাছ নষ্ট করে দেয়। এই নিয়ে দুই পরিবারের বিবাদ বাধে। বিবাদের সময় বচসা চরমে ওঠে। সেই সময় মহিলাকে ওই প্রতিবেশী বুকে ঘুসি মারেন বলে অভিযোগ। ওই মহিলা অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে পরিবারের লোকজনকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান ওই মহিলা। সেখানে মহিলাকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত প্রতিবেশী।
কোচবিহারে পুলিশ কর্মীকে খুনের অভিযোগ
এদিকে, কোচবিহারের চিল্কিরহাটে পুলিশ কর্মী খুন। জমি বিবাদের জেরে খুন, অভিযোগ পরিবারের। আলিপুরদুয়ারে কনস্টেবল পদে কর্মরত ছিলেন মিঠুন রায়। পরিবারের দাবি, দিনকয়েক আগে ছুটিতে বাড়ি ফেরেন ওই পুলিশ কর্মী। স্থানীয় সূত্রে খবর, একটি জমি নিয়ে কয়েকজন প্রতিবেশীর সঙ্গে পুলিশ কর্মীর পরিবারের বিবাদ চলছিল। সেই জমির মাপজোক করার সময়ই গণ্ডগোলের সূত্রপাত। অভিযোগ, জমির মাপজোক করা নিয়ে গতকাল বচসা শুরু হয়। বচসার জেরই কয়েকজন দুষ্কৃতী ওই পুলিশ কর্মীকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে।রক্তাক্ত অবস্থায় কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই পুলিশ কর্মী। সেখানে ওই পুলিশ কর্মীকে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনায় ৩ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা পলাতক।