জয়পুর: রাজস্থানে এক অন্তঃসত্ত্বাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক সাধু।  কারাউলি জেলার পুলিশ ধৃত সাধুর কাছ থেকে দুটি ল্যাপটপ কম্পিউটার, বেশ কয়েকটি পেন ড্রাইভ ও গর্ভনিরোধক বাজেয়াপ্ত করেছে।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, অভিযুক্ত সাধুর কাছে একটা বড় ব্যাগ পাওয়া যায়। এতেই ছিল ওই জিনিসপত্র।

তিনি বলেছেন, জেলার হিন্দাউন জেলায় একটি আশ্রয় শিবিরে থাকত অভিযুক্ত জৈন মুনি। তথ্যপ্রমাণ সংগ্রহের জন্য সেখানে যায় জেলা পুলিশ ও জয়পুরের ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির একটি দল। তারাই ওই ব্যাগটি বাজেয়াপ্ত করে। ব্যাগটির তালা খুলতেই পুলিশ দেখতে পায় ভেতরে রয়েছে দুটি ল্যাপটপ, ১৯ টি মোবাইল ফোন, ৩৩ পেন ড্রাইভ, ৪ হার্ড ডিস্ক ও কয়েক প্যাকেট গর্ভনিরোধক।  হার্ড ডিস্কগুলি খতিয়ে দেখে বহু আপত্তিজনক ভিডিও-র হদিশ মিলেছে।

গত বৃহস্পতিবার এক মহিলা তাঁর ননদকে নিয়ে আশীর্বাদ চাইতে ওই সাধুর কাছে গিয়েছিলেন। সাধু ওই মহিলাকে পরে একা আসতে বলে এবং ধর্ষণ করে বলে অভিযোগ।

অভিযুক্ত সাধুকে স্থানীয় থানায় নিয়ে আসা হলে একালায় উত্তেজনা দেখা দেয়। অভিযুক্তর পরিচয় জানা গিয়েছে। তার নাম আচার্য সুকুমল নন্দি। অভিযুক্ত  জোধপুরের বাসিন্দা। হিন্দাউন শহরের মোহননগর এলাকায় একটি জৈন আশ্রয় শিবিরে থাকত নন্দি।

ভরতপুর রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ লক্ষ্মণ গৌর বলেছেন, গত বৃহস্পতিবার স্বামী ও ননদকে নিয়ে ওই সাধুর কাছে গিয়েছিলেন নির্যাতিতা। প্রথমে নির্যাতিতা ননদ ঘরে ঢুকলে তাঁর শ্লীলতাহানির চেষ্টা করে অভিযুক্ত। তিনি সঙ্গে সঙ্গে বেরিয়ে আসেন। এরপর ওই মহিলা ভেতরে গেলে তাঁকে ধর্ষণ করে নন্দি। ঘটনার কথা কাউকে জানলে ক্ষমতার ব্যবহার করে তার পরিবারের ক্ষতি করার হুমকিও দেয় সে।

নির্যাতিতা পরিবারের সদস্যদের কাছে পুরো বিষয়টি জানান। এরপর তাঁরা নন্দি যেখানে ছিলেন, সেখানে আসেন। কিন্তু অভিযুক্ত ততক্ষণে নিজের ঘর ভেতর থেকে বন্ধ করে দেয়। এরপর পুলিশ ডাকা হয়।

গৌর জানিয়েছেন, নন্দিকে গ্রেফতারের পর  গত শুক্রবার নির্যাতিতা ও তাঁর ননদের বয়ান আদালতে নথিভূক্ত করা হয়েছে। অভিযুক্তের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারাগুলি তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।