মোহালি: গাড়ির পার্কিং নিয়ে ঝামেলা। আর তার জেরে মর্মান্তিক ঘটনা ঘটে গেল। বেঘোরে প্রাণ গেল এক বিজ্ঞানীর। ওই বিজ্ঞানী ধানবাদের বাসিন্দা বলে জানা গিয়েছে। আবাসনের মধ্যে অন্য এক বাসিন্দার সঙ্গে পার্কিং নিয়ে ঝামেলা বাধে তাঁর। ক্রমশ বচসা থেকে হাতাহাতি বেধে যায়। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। (Mohali Parking Row)
মঙ্গলবার পঞ্জাবের মোহালীর একটি আবাসনে এই ঘটনা ঘটেছে। সেক্টর ৬৭-এ ওই আবাসনে মা-বাবার সঙ্গে ভাড়া থাকতেন ওই বিজ্ঞানী। মৃত যুবককে ৩৯ বছর বয়সি অভিষেক স্বর্ণকর বলে শনাক্ত করা গিয়েছে। তিনি আদপে ঝাড়খণ্ডের ধানবাদের বাসিন্দা বলে জানা গিয়েছে। আবাসনের বাসিন্দাদের মারেই তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। (Death of Scientist)
অভিষেক Indian Institute of Science Education and Research (IISER)-এ কর্মরত ছিলেন। দীর্ঘদিন আমেরিকা, সুইৎজারল্যান্ড এবং জার্মানিতেও ছিলেন তিনি। আন্তর্জাতিক পত্রপত্রিকায় তাঁর গবেষণা নিয়ে চর্চাও হয়েছে। সম্প্রতি IISER-এ চাকরি নিয়ে দেশে ফেরেন। আবাসনের সিসিটিভি-র যে ফুটেজ সামনে এসেছে, তাতে বাসিন্দাদের সঙ্গে অভিষেকের বচসা এবং হাতাহাতি ও মারামারি হওয়ার দৃশ্য ধরা পড়েছে।
সিসিটিভি ফুটেজে অভিষেককে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়ার দৃশ্য ধরা পড়েছে। দেখা গিয়েছে, একটি মোটর সাইকেলকে ঘিরে দাঁড়িয়ে বাসিন্দারা। তাঁদের সঙ্গে কিছু ক্ষণ কথা চলে অভিষেকের। এর পর মোটর সাইকেলটি অন্যত্র সরিয়ে নেন তিনি। এর কয়েক সেকেন্ডের মধ্যেই পরিস্থিতি তেতে ওঠে। একজনের সঙ্গে হাতাহাতি হয় অভিষেকের। ধাক্কা দিয়ে অভিষেককে মাটিকে ফেলে দেওয়া হয়। সেই অবস্থায় চলে মারধর।
দু’জনের পরিবারের তরফে বাধা দেওয়ার চেষ্টা হয়। মাটি থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করেন অভিষেকও। কিন্তু উঠে দাঁড়াতে পারেননি তিনি। বরং উঠতে গিয়ে পড়ে যান। এর পর অন্যরা এগিয়ে আসেন। অভিষেককে মাটিতে পড়ে থাকতে দেখা যায়। বাকিরা তাঁদের ঘিরে দাঁড়িয়ে ছিলেন। অভিষেককে হাসপাতালে নিয়ে গেলে মারা যান তিনি।
জানা গিয়েছে, অভিষেকের কিডনি প্রতিস্থাপন হয় সম্প্রতি। বোন দাদাকে কিডনি ডান করেছিলেন। অভিষেকের ডায়ালিসিস চলছিল। সেই অবস্থাতেই আঘাত করা হয় তাঁকে। আঘাত সহ্য করতে না পেরেই অভিষেক মারা গিয়েছেন বলে দাবি পরিবারের। এই ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। আপাতত অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়েছে। কিন্তু অভিযুক্ত প্রতিবেশী ঘটনার পর থেকেই বেপাত্তা। যুবকের পরিবার অপরাধীর কঠোর শাস্তির দাবি তুলেছে।
অভিষেকের পরিবারের দাবি, পার্কিং নিয়ে বরাবর হেনস্থা করা হয় তাদের। মঙ্গলবার রাতে IISER থেকে ফিরে মোটর সাইকেল রেখে বাড়িতে ঢুকেছিলেন অভিষেক। সেই সময় ফের তাঁকে মোটর সাইকেল সরাতে বলা হয়। বাইক উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। তাতেই নীচে নেমে মোটর সাইকেল সরান অভিষেক। হেনস্থার জবাব দিতে গিয়ে অভিযোগ করবেন বলে জানান। তাতেই পরিস্থিতি তেতে ওঠে।
পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও। খোঁজ চলছে অভিযুক্ত প্রতিবেশীর। তবে এই নিয়ে পর পর এমন বেশ কয়েকটি ঘটনা সামনে এল। পার্কিং নিয়ে ঝামেলার জেরে দিল্লি থেকেও ঝামেলার খবর এসেছে। সম্প্রতি কলকাতাতেও পার্কিং নিয়ে ঝামেলার ঘটনা ঘটে। সেখানেও এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে।