লখনউ: দেশে নারী নির্যাতনের ঘটনায় কমতি নেই কোনও। এবার উত্তরপ্রদেশে নাবালিকা, দলিত কন্যাকে গণধর্ষণের অভিযোগ সামনে এল। পাঁচজন মিলে ওই কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ। এই ঘটনায় এখনও পর্যন্ত চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। (Dalit Girl Assaulted)

Continues below advertisement

উত্তরপ্রদেশের লখনউয়ের বনতারায় এই ঘটনা ঘটেছে। ১৭ বছরের ওই কিশোরী একাদশ শ্রেণির ছাত্রী। জানা গিয়েছে, শনিবার দুপুর ১২টা নাগাদ ওই কিশোরী নিজের এক সহপাঠীর সঙ্গে মোটর সাইকেলে চেপে দিদির বাড়ি যাচ্ছিল। অসুস্থ দিদিকে দেখতে যাচ্ছিল মেয়েটি। ওই সহপাঠী যাচ্ছিল তাকে পৌঁছে দিতে। সেই সময় রাস্তায় একটি আমবাগানের কাছে রাস্তা আটকায় পাঁচ দুষ্কৃতী। (Uttar Pradesh Dalit Girl Assaulted)

সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে কৃষ্ণনগরের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার বিকাশকুমার পান্ডে জানিয়েছেন, মোটর সাইকেলের চালককে প্রথমে নামিয়ে আনে দুষ্কৃতীরা। তাকে বেধড়ক মারধর করা হয়। এর পর পাঁচ জন মিলে ওই কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ। 

Continues below advertisement

ACP বিকাশ বলেন, “মেয়েটিকে এবং তার পরিচিতকে আটকানো হয় আমবাগানের কাছে। সেখানে একটি পেট্রোল পাম্পও ছিল। মার খেয়ে মেয়েটির সহপাঠী পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। এর পর মেয়েটিকে একে একে ধর্ষণ করা হয়। চিৎকার যাতে শোনা না যায়, মুখ চেপে রাখা হয় মেয়েটির। কাউকে কিছু বললে মেয়েটিকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। ধর্ষণের পর মেয়েটিকে ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

পুলিশ সূত্রে খবর, অত্যাচারের পর ফোনে নিজের জামাইবাবুকে গোটা ঘটনা খুলে বলে মেয়েটি।  মেয়েটির জামাইবাবুই থানায় অভিযোগ দায়ের করেন। সেই মতো FIR দায়ের করে পুলিশ, শুরু হয় তদন্ত। ACP বিকাশ জানিয়েছেন, একাধিক টিম গঠন করে শুরু হয় তল্লাশি। দুই সন্দেহভাজনের নাম জানা গিয়েছিল। কয়েক ঘণ্টার মধ্যেই তাদের গ্রেফতার করা সম্ভব হয়। মেয়েটির ডাক্তারি পরীক্ষা হয়েছে। 

শনিবার গভীর রাতে পুলিশ জানতে পারে, হারনোই স্টেশনের কাছে সন্দেহভাজনদের কয়েকজন রয়েছে। সেই মতো নাকা তল্লাশি শুরু হয়। পুলিশকে দেখে অভিযুক্তরা মোটর সাইকেলে চেপে পালানোর চেষ্টা করে। এতে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ। এক জনের পায়ে গুলি লাগে বলে জানা গিয়েছে। আহত যুবককে ললিত কাশ্যপ বলে চিহ্নিত করা গিয়েছে। হাসপাতালে চিকিৎসার জন্যও নিয়ে যাওয়া হয় তাকে। ধৃতদের কাছ থেকে একটি ৩১৫ পিস্তলও উদ্ধার করা হয়েছে। আর একজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। মামলা দায়ের হয়েছে পকসো আইনেও।