পুনে:  মহারাষ্ট্রের পুনেতে ভয়াবহ নৃশংসতা। ধর্ষণে বাধা দেওয়ার চেষ্টায় ৩৭ বছরের এক মহিলার চোখ উপড়ে নিল এক দুষ্কৃতী। পুনের শিরুর তেহশিলে নভেরা গ্রামে বুধবার এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ।

পুলিশের কাছে তাঁর বয়ানে নির্যাতিতা জানিয়েছেন,বুধবার রাতে শৌচকর্ম সারতে তিনি বাড়ির বাইরে বেরিয়েছিলেন। সেই সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাঁকে পিছন ধরে জাপটে ধরে এবং তাঁকে ধর্ষণ করার চেষ্টা করে। সেই চেষ্টায় বাধা দিলে দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে তাঁর একটি চোখে আঘাত করে। তাঁর চিৎকার-চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে আসেন। চম্পট দেয় দুষ্কৃতী।

এরপর নির্যাতিতাকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

পুনে (গ্রামীন) এসপি অভিনব দেশমুখ পরে তাঁর দল নিয়ে ঘটনাস্থলে যান। অভিযুক্তের বিরুদ্ধে শিরুর থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত এখনও গ্রেফতার হয়নি। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।