কলকাতা: খিদিরপুরের সিজিআর রোডে তরুণীকে ‘অপহরণের চেষ্টা’।পুলিশের তৎপরতায় উদ্ধার তরুণী, গ্রেফতার অভিযুক্ত।বাবার পরিচিত বলে তরুণীকে বাইকে তোলে অভিযুক্ত।অভিযুক্তের বাইকে ওঠার পরেই তরুণীর সন্দেহ হয়।


নাকা চেকিংয়ের সময় পুলিশ আটকাতেই অভিযোগ করেন তিনি।তরুণীর অভিযোগ পেয়েই গ্রেফতার অভিযুক্ত।

জানা গেছে, আজ বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ফিদিরপুরের  ফ্যান্সি মার্কেটের সামনে বাড়ি ফেরার জন্য অটো ধরার অপেক্ষা করছিলেন। এক যুবক তাঁকে বেশ কিছুক্ষণ ধরে অনুসরণ করছিল। সে এগিয়ে এসে তরুণীকে বলে, তাঁর বাবা তাকে পাঠিয়েছে। সে তরুণীকে বাড়িতে ছেড়ে দেবে। এভাবে বিশ্বাস অর্জন করে অভিযুক্ত তরুণীকে বাইকে তোলে। এরপর প্রচণ্ড দ্রুতগতিতে এগোতে থাকে। রাস্তায় পুলিশ নাকা চেকিং করছিল। দ্রুত গতিতে বাইকটি এগিয়ে আসতে দেখেন পুলিশ কর্মীরা। বাইকে বিনা হেলমেটে তরুণীকে বসে থাকতে দেখেন তাঁরা। পুলিশ গাড়িটি আটকে জিজ্ঞাসাবাদ করে। অভিযুক্তের বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি দেখা যায়।  তরুণী পুলিশের কাছে কাঁদতে শুরু করেন। সন্দেহ হওয়ায় পুলিশ দুজনকেই থানায় নিয়ে যায়।  পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, ওই যুবক কোনওভাবেই ওই তরুণী বা তাঁর পরিবারের কারুর পরিচিত ছিল না। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত গ্রেফতার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে অপহরণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে তোলা হবে। এর পিছনে আরও কোনও কারণ রয়েছে কিনা, তা তদন্ত করে দেখছেন পশ্চিম বন্দর থানার আধিকারিকরা।