সুজিত মণ্ডল, এবিপি আনন্দ, নদিয়া: প্রেমিকার বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু যুবকের। ছাদ থেকে ওই যুবককে ঠেলে ফেলে দিয়ে খুন করার অভিযোগ মৃতের পরিবারের। অভিযোগ আনা হয়েছে প্রেমিকা ও তাঁর পরিবারের বিরুদ্ধে। ঘটনায় প্রেমিকা ও তাঁর বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
নদিয়ার হরিণঘাটা থানা এলাকার বড় জাগুলিতে রবিবার সন্ধে ৬টা নাগাদ ওই ঘটনা ঘটেছে। মৃতের পরিবার সূত্রে খবর, বছর ৩৪ এর ভবতোষ দেবনাথের সঙ্গে সম্পর্ক ছিল ২১ বছরের এক তরুণীর। কর্মসূত্রে দীর্ঘদিন তুরস্কে ছিলেন তিনি। ডিসেম্বরে ফিরে আসেন।
রবিবার বিকেল ৪টে নাগাদ তাঁকে মোবাইল ফোনে ডেকে পাঠানো হয় ওই তরুণীর বাড়িতে।
সন্ধে ৬টা নাগাদ পরিবারের সদস্যরা খবর পান, ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছেন ওই যুবক।
প্রথমে তাঁকে হরিণঘাটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তারপর নিয়ে যাওয়া হয় কল্যাণীর জে এন এন হাসপাতালে। সেখানেই রাতে মৃত্যু হয় ওই যুবকের।
যুবকের পরিবারের অভিযোগ, টাকা নিয়ে গন্ডগোলের কারণে ভবতোষকে ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে।
তরুণীর পরিবার অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, ভবতোষ অসাবধানে দোতলার ছাদ থেকে একতলার চাদের ওপর পড়ে গেছে।
ঘটনার তদন্ত করছে হরিণঘাটা থানার পুলিশ। ওই তরুণী ও তাঁর বাবাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মৃতের পরিবারের তরফে হরিণঘাটা থানায় ওই যুবককে ছাদ থেকে ঠেলে ফেলে দিয়ে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত করছে হরিণঘাটা থানার পুলিশ। জিজ্ঞালাবাদ করা হচ্ছে ওই তরুণী ও তাঁর বাবাকে।
হরিণঘাটায় প্রেমিকার বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু যুবকের, ধাক্কা দিয়ে খুনের অভিযোগ পরিবারের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Jun 2020 09:05 PM (IST)
প্রেমিকার বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু যুবকের। ছাদ থেকে ওই যুবককে ঠেলে ফেলে দিয়ে খুন করার অভিযোগ মৃতের পরিবারের। অভিযোগ আনা হয়েছে প্রেমিকা ও তাঁর পরিবারের বিরুদ্ধে। ঘটনায় প্রেমিকা ও তাঁর বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
NEXT
PREV
অপরাধ (crime) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -