কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: তফশিলি জাতিভুক্ত নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে উত্তেজনা তৈরি হল কুলটিতে। ঘটনায় ১ জন গ্রেফতার। সারা রাত ধরে অত্যাচারের অভিযোগ ছিল ওই নাবালিকার উপর।
কী অভিযোগ?
কুলটি থানার চিনাকুড়ির বাসিন্দা ১৪ বছরের ওই নাবালিকা, গত ১০ ফেব্রুয়ারি বাজার যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল বলে জানায় তার পরিবার। রাস্তায় এক পরিচিত যুবকের সঙ্গে দেখা হয় তার। অভিযোগ, ভুল বুঝিয়ে নাবালিকাকে একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায় ওই যুবক। সেখানে আরও ৪ জন আসে। তার পর, সারা রাত ধরে নাবালিকার উপর নির্মম অত্য়াচার চলে বলে অভিযোগ। এদিকে মেয়ে বাড়ি না ফেরায় পরিবারের তরফে নিয়ামতপুর ফাঁড়িতে নিখোঁজ ডায়রি করা হয়। পরদিন অর্থাৎ শনিবার সকালে নির্যাতিতা বাড়ি ফিরে এসে অভিভাবকদের সবটা জানায়। কালবিলম্ব না করে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশকে ঘটনাটি জানান নির্যাতিতার পরিজনরা। । তদন্তে নেমে পুলিশ একজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়ে নিজেদের হেফাজতে নিয়েছে । কিন্ত তার পর আর কোনও অভিযুক্তকে গ্রেফতার করতে না পারায় ক্ষোভ বাড়তে থাকে এলাকায়। গত কাল ৫৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রোহিত নুনিয়ার নেতৃত্বে পরিবারের সদস্য-সহ বেশ কয়েকজন মানুষ নিয়ামতপুর ফাঁড়িতে এসে ক্ষোভের কথা জানান। পুলিশের দাবি, পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে গণধর্ষণের ধারায় মামলা দিয়ে তদন্ত শুরু হয়েছে। কিন্তু কবে ধরা পড়বে বাকিরা? এখনও নিরুত্তর পুলিশ।
আর যা...
নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনার অভিযোগে, গত বছর এপ্রিলে তেতে উঠেছিল কালিয়াগঞ্জ। বিক্ষোভ, দোকানে আগুন, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ-- পরিস্থিতি এমন দাঁড়ায় যে র্যাফ নামাতে হয়েছিল প্রশাসনকে। কালিয়াগঞ্জ থানায় বিক্ষোভ দেখায় এবিভিপি। রায়গঞ্জে এসপি অফিসে অবস্থান করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। বস্তুত, ওই ঘটনায় রাজ্যে তোলপাড় শুরু হয়ে যায়। কলকাতা থেকে কোচবিহার, দিকে দিকে বিক্ষোভ দেখা গিয়েছিল। বিচ্ছিন্ন ঘটনা নিয়ে পরিকল্পিত অশান্তি, বিজেপিকে পাল্টা আক্রমণ শানায় তৃণমূল।'মৃতদেহ টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে পুলিশ', ডিজির রিপোর্ট তলব করে কমিশনের । তার আগে, গত মার্চে, তিলজলায় ৭ বছরের শিশুকে খুনের আগে যৌন নির্যাতনের অভিযোগে তীব্র আলোড়ন শুরু হয়েছিল। যৌন নির্যাতনের পর খুনের অভিযোগ কবুল করে অভিযুক্ত, দাবি ছিল পুলিশের। ধৃতের বিরুদ্ধে অপহরণ, খুন ছাড়াও পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ।