প্রকাশ সিনহা, কলকাতা : অভিনব কৌশলে সোনা পাচারের ( Gold Smuggling  ) ছক কলকাতায় ।  সোনা পাচারের পদ্ধতি দেখে তাক লেগে যাবে।  সোনা গুঁড়ো করে লাম্বার বেল্টে পুরে পাচারের চেষ্টা করছিলেন পাচারকারীরা।


সোনার পাউডার উদ্ধার
কলকাতা বিমানবন্দর ( Kolkata International Airport ) থেকে দুবাই ফেরত দুই যাত্রীকে আটক করে শুল্ক দফতর। মঙ্গলবার কলকাতা বিমানবন্দরে দুবাই ফেরত এক ভারতীয় যাত্রীর লাম্বার বেল্ট থেকে ১ কেজি ১০১ গ্রাম ওজনের সোনার পাউডার উদ্ধার হয়। এই সোনার গুঁড়োরই বাজার মূল্য ৫৮ লক্ষ ৭৯ হাজার ৩৪০ টাকা। ওই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করে আরও একজনের হদিশ মেলে। কোথায় সোনা পাচারের চেষ্টা চলছিল, খতিয়ে দেখা হচ্ছে।


সাম্প্রতিক কালে সোনা উদ্ধারের ঘটনায় গ্রেফতার করা হয় তৃণমূল নেতার ছেলেকে 
পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ, অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল, রাশি রাশি সোনার গয়না। চোখ কপালে উঠেছিল বঙ্গবাসীর। 
এই আবহেই গত বৃহস্পতিবার সোনা পাচারের অভিযোগে গ্রেফতার করা হয় বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও তৃণমূল নেতা শঙ্কর আঢ্যর ছেলে, শুভ আঢ্যকে। গ্রেফতার করা হয় তৃণমূল নেতার শ্যালক অমিত ঘোষকেও।  প্রায় ২ কেজি সোনা বাজেয়াপ্ত হওয়ার মামলায় দু’জনকে গ্রেফতার করে Directorate of Revenue Intelligence বা DRI। এই এজেন্সি কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অধীনস্থ। DRI সূত্রে দাবি, গত জুলাই মাসে, রাজধানী এক্সপ্রেসে করে প্রায় ২ কেজি সোনা পাচারের চেষ্টা হচ্ছিল। এই ঘটনায় শিয়ালদা থেকে সন্দেহভাজন ২ অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তদন্তে নেমে প্রথমে তৃণমূল নেতা শঙ্কর আঢ্য’র শ্যালক ও পরে তাঁর ছেলে’র নাম জানতে পারে DRI। বৃহস্পতিবার ব্যাঙ্কশাল কোর্টের চিফ মেট্রোপলিটান ম্যাজিস্টেটের এজলাসে পেশ করা হয় মামা-ভাগ্নেকে।

গত ১৫ নভেম্বর, হাওড়া স্টেশন থেকে ১১ লক্ষ টাকা ও ৩ লক্ষ টাকার সোনার সামগ্রী সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে রেল পুলিশ।  
আরপিএফ সূত্রে খবর, সোদিন  সকালে স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তাঁকে আটক করে তল্লাশি চালানো হয়। তখনই তাঁর ব্যাগ থেকে উদ্ধার হয় টাকা ও সোনা। আরপিএফ সূত্রে খবর, ঝাড়খণ্ডের বাসিন্দা ওই ব্যক্তি তাঁর ব্যাগে থাকা টাকা ও সোনার কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তাঁকে গ্রেফতার করে আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়।