জয়দীপ হালদার, দক্ষিণ ২৪ পরগণা: আন্তর্জাতিক জলসীমানা অতিক্রম করায় বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনীর (Bangladesh Coast Guard) হাতে আটক ৮টি ট্রলার-সহ ১৩৫ জন ভারতীয় মত্স্যজীবী। আটক মত্স্যজীবীরা দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) কাকদ্বীপের বাসিন্দা। মত্স্য দফতর সূত্রে খবর, ২৩ জুলাই পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ।
দ্রুত ফিরিয়ে আনার ব্যবস্থা: প্রতিবছর, ২ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশের মৎস্য দফতর। এদিকে জুন মাসে ইলিশ ধরার মরশুম শুরু হতে সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনা থেকে সমুদ্রে রওনা দেয় কয়েক হাজার ট্রলার। কাকদ্বীপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (Kakdwip Welfare Association) জানিয়েছে, আটক মত্স্যজীবীদের বাংলাদেশের বাগেরহাট জেলার মোগলাপোট থানায় রাখা হয়েছে। দ্রুত ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।
কাকদ্বীপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি জানান, “বুধবার সকালে কয়েকজন মৎস্যজীবী ফোনের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করে। ভারতীয় জলসীমানা অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়ার কারণে বাংলাদেশের বাগেরহাট জেলায় মোগলাপোট থানায় ১৩৫ জন মৎসজীবী সহ ৮ টি ট্রলার আটক করে রেখেছে বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনী।’’ ৮ টি ট্রলার ও ১৩৫ জন মৎস্যজীবী দক্ষিণ ২৪ পরগনা কাকদ্বীপের বাসিন্দা। কীভাবে মৎস্যজীবীরা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করল তা জানার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে মৎস্য দফতরের পক্ষ থেকে মৎস্যজীবীদের ভারতের ফেরানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার ও ভারত সরকারের বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ চালানো হচ্ছে।
আরও পড়ুন: Weather Update: আর কিছুক্ষণেই নামবে বৃষ্টি! কোথায় কোথায় জেনে নিন