সঞ্চয়ন মিত্র, কলকাতা: সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। কয়েকঘণ্টার মধ্যে কলকাতা (Kolkata) ও হাওড়া জেলায় (Howrah) ঝেঁপে বৃষ্টি নামার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আবহাওয়ার ( Weather Update) পূর্বাভাসে ( Weather Forecast) জানানো হয়েছে, আজ থেকে ধীরে ধীরে উত্তরবঙ্গে (North Bengal) বৃষ্টির পরিমাণ কমবে। দক্ষিণবঙ্গে (South Bengal) বিক্ষিপ্ত বৃষ্টি হবে। 


এক নাগাড়ে ভারী বৃষ্টি উত্তরঙ্গের বিভিন্ন জায়গায়: মাঝ আষাঢ়ে দক্ষিণবঙ্গে (South Bengal) যখন বৃষ্টির জন্য হাপিত্যেশ। উত্তরবঙ্গে (North Bengal) তখন পুরো উল্টো ছবি। নাগাড়ে ভারী বৃষ্টি হয়েই চলেছে সেখানে। তার জেরে ঘোরাল হয়ে উঠেছে পরিস্থিতি। আবহাওয়া দফতর সূত্রে খবর, ১ জুন থেকে ২৮ জুন পর্যন্ত উত্তরবঙ্গে বাড়তি বৃষ্টি হয়েছে ৫৮ শতাংশ। সিকিম ও ভুটান পাহাড়ে অতি ভারী বৃষ্টিপাতের জেরে জেলার তিস্তা ও জলঢাকা নদী এমনিতেই ফুঁসছে। তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় লাল সঙ্কেত জারি করেছে সেচ দফতর। এই প্রবণতা বজায় থাকলে পরিস্থিতি কোন দিকে গড়াবে, তা নিয়ে আশঙ্কা বাড়ছে জলপাইগুড়িতে (Jalpaiguri)। পরিস্থিতির কীভাবে মোকাবিলা করা হবে, তা নিয়ে মঙ্গলবার বৈঠক করে শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ ও অনগ্রসর কল্যাণ দফতর।


এদিকে, টানা বৃষ্টিতে জলমগ্ন উত্তর দিনাজপুরের (North Dinajpur) ইসলামপুর থেকে কোচবিহারের (Coochbehar) তুফানগঞ্জের একাংশ। কোথাও বাড়িতে ঢুকল জল। কোথাও আবার জলের তোড়ে ভাঙল রাস্তা। প্রবল সমস্যায় পড়েছেন বাসিন্দারা। জল জমেছে ইসলামপুর পুরসভার ১০ ও ১৪-সহ একাধিক ওয়ার্ডে। বাড়িতেও ঢুকেছে জল। বুধবার সকালে সন্তানদের স্কুলে পৌঁছতে গিয়ে সমস্যায় পড়েন অভিভাবকরা। অন্যদিকে, টানা ২ দিনের বৃষ্টিতে ফুঁসছে কোচবিহারের তুফানগঞ্জের সংকোশ নদী। তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের ছিটবড়লাউকুঠি গ্রামে সংকোশ নদীর জল বেড়ে প্লাবিত হয়েছে বহু এলাকা।


আরও পড়ুন: North 24 Parganas Weather Update: আজ কেমন উত্তর ২৪ পরগণার আবহাওয়া?