কলকাতা: মঙ্গলবার চিনের দালিয়ান থেকে কলকাতায় পৌঁছল মেট্রোর ১৬টি নতুন কোচ। দালিয়ান লোকোমোটিভ অ্যান্ড রোলিং স্টক কোম্পানিকে কোচ তৈরির বরাত দিয়েছিল পূর্ব রেলওয়ে। এ পর্যন্ত মোট ৪৮টি মেট্রো কোচ আনা হয়েছে কলকাতায়।
শহরের লাইফলাইন মেট্রোয় সম্প্রতি যুক্ত হয়েছে নতুন পালক...নীল, সবুজ, কমলা, হলুদ লাইনে জুড়ে গেছে শহরের নানান প্রান্ত। কিন্তু রেক কম থাকায়, পুরনো লাইনে বাদুর ঝোলা ভিড় হচ্ছিল! চরম সমস্য়ায় পড়ছিলেন মেট্রোর যাত্রীরা। এই পরিস্থিতিতে কলকাতা মেট্রোয় কোচ বাড়ানো হল। চিনের ডালিয়ান থেকে কলকাতা বন্দরে পৌঁছেছে ১৬টি নতুন কোচ। দ্রুতই এই কোচ ছুটবে মেট্রো ট্র্যাকে।
কলকাতা পোর্টের ডেপুটি চেয়ারম্যান সম্রাট রাহি বলছেন, 'শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট সবসময় রাজ্যের, শহরের ও আঞ্চলিক এলাকার উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ। এই ধরনের উদ্যোগে আমরা সবসময় সহযোগিতা করি। আমরা আমাদের সবচেয়ে সেরা পরিষেবা দিই। আমরা আশা করি, এই ৪৮টা কোচ, যেগুলি পরশু আনা হয়েছে, আগামী কয়েকবছরে সেগুলি শহরের ভোল পুরোপুরি পাল্টে দেবে।' এর আগেও, দু' দফায় জাহাজে করে ৩২টি রেক এসেছে কলকাতায়। এই দফায় আরও ১৬টি রেক এল। অর্থাৎ সব মিলিয়ে ৪৮টি। মেট্রো সূত্রে খবর, এই ডালিয়ান রেকে রেকগুলি বর্তমানে যে এসি রেক চলে, তার তুলনায় কিছুটা আলাদা। দরজা আরও চওড়া, যাত্রীদের আরামদায়ক বসার ব্যবস্থা রয়েছে, এয়ার কন্ডিশনিং সিস্টেমও উন্নত।
অন্যদিকে, চিংড়িঘাটায় মেট্রোর (Kolkata Metro) জট কাটাতে উদ্যোগী হাইকোর্ট (Calcutta High Court)। প্রায় ৩৬৬ মিটার রাস্তার জট কাটাতে উদ্যোগী আদালত। মেট্রো, রাজ্য, RVNL, KMDA, পুলিশকে বৈঠকে বসার নির্দেশ দিল আদালত। জনস্বার্থের জন্যে আলোচনায় বসুন, বুধবার পরামর্শ দিল আদালত। 'কবে আলোচনা? জানাতে হবে আগামীকাল', নির্দেশ বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের। 'শুক্রবার সন্ধে ৭টা থেকে শনিবার সকাল ৭টা। শনিবার সন্ধে থেকে রবিবার সকাল, রবিবার সন্ধে থেকে সোমবার সকাল', এই ভাবে ২ সপ্তাহ কাজ করলেই সমস্যা মিটবে, আদালতে জানাল RVNL।
সম্প্রতি কলকাতা মেট্রোর সম্প্রসারিত তিনটি লাইনে পরিষেবা শুরু হয়েছে। কলকাতায় এসে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রসারিত লাইনে মেট্রোয় জুড়েছে শহরের ১৪ কিলোমিটার রাস্তা। নোয়াপাড়া-বিমানবন্দর, শিয়ালদা-ধর্মতলা, রুবির মোড়-বেলেঘাটা। নতুন ৩ রুটের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। যশোর রোড স্টেশন থেকে মেট্রো পরিষেবার উদ্বোধনের পর, দমদম বিমানবন্দর স্টেশন অবধি মেট্রোতে সফরও করেন প্রধানমন্ত্রী।