দুবাই: এশিয়া কাপে (Asia Cup 2025) দুরন্ত শুরু ভারতের। সংযুক্ত আরব আমিরশাহিকে ৯ উইকেটে হারিয়ে অভিযান শুরু করল টিম ইন্ডিয়া। পাকিস্তান ম্যাচের আগে বার্তাও দিয়ে রাখল সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। তাঁর সিদ্ধান্ত যে ভুল ছিল না, প্রমাণ করে দেন ভারতীয় বোলাররা। ১৩.১ ওভারে মাত্র ৫৭ রানে শেষ হয়ে যায় সংযুক্ত আরব আমিরশাহি। জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই হায়দার আলিকে ছক্কা মেরে শুরু করেন অভিষেক শর্মা। ১৬ বলে ৩০ রান করে তিনি ফিরলেও ব্যাটিং ঝড় থামেনি। ৪.৩ ওভারে ৬০ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত। ৯ উইকেটে দুরমুশ করে সংযুক্ত আরব আমিরশাহিকে।

এশিয়া কাপে পরের ম্যাচেই ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বীদের মহড়া নেওয়ার জন্য যে তাঁর তৈরি, বার্তা দিয়ে রাখলেন সূর্যকুমাররা।

ম্যাচের দেওয়াল লিখনটা সেরে দিয়েছিলেন ভারতীয় বোলাররাই। টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে সংযুক্ত আরব আমিরশাহির শুরুটা ভাল হয়েছিল। ৩ ওভারের শেষে সংযুক্ত আরব আমিরশাহি কোনও উইকেট না হারিয়ে বোর্ডে ২৫ রান তুলে ফেলেছিল। অনেকে বলাবলি করছিলেন, ভারতকে কি চাপে ফেলার মতো স্কোর তুলতে পারবে সংযুক্ত আরব আমিরশাহি?

কিন্তু খেলা ঘুরতে শুরু করল চতুর্থ ওভার থেকে। যশপ্রীত বুমরার দুরন্ত ইয়র্কারে ছিটকে গেল আলিশান শরাফুর স্টাম্প। তারপর শুরু স্পিনের ভেল্কি। বরুণ চক্রবর্তী শুরু করলেন। শেষ হল কুলদীপ যাদবের ম্যাজিকে। চায়নাম্যান স্পিনারকে খেলতেই পারলেন না ইউএই ব্যাটররা। কুলদীপের কোন বল পড়ে ভেতরে আসবে আর কোনটা বাইরে যাবে, কুলকিনারা পেলেন না সংযুক্ত আরব আমিরশাহির ব্যাটাররা। মাত্র ১৩ বল করে চারটি উইকেট তুলে নিলেন কুলদীপ।

পাল্লা দিয়ে উইকেট তুললেন শিবম দুবে। ২ ওভারে মাত্র ৪ রান খরচ করে তিন উইকেট নিলেন তিনি। তাঁর মিডিয়াম পেস খেলতে গিয়েও সমস্যায় পড়লেন সংযুক্ত আরব আমিরশাহির ব্যাটাররা।

 

৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই ছক্কা মারলেন অভিষেক শর্মা। ১৬ বলে ৩০ করে ফিরলেন তিনি। ৯ বলে ২০ রানে অপরাজিত রইলেন শুভমন গিল। ২ বলে ৭ রানে ক্রিজে ছিলেন স্কাই।