কমল কৃষ্ণ দে, কলকাতা: প্রথম দৃষ্টিতে সবটাই স্বাভাবিক.. একটি বড় ট্রলিব্যাগ নিয়ে বর্ধমান স্টেশনে ট্রেন থেকে নেমেছেন একজন । কিন্তু সন্দেহ হয় আরপিএফের । হাতে অত বড় ট্রলিব্যাগ, কিন্তু চলন্ত ট্রেন থেকে নেমে পড়লেন তা নিয়ে! ব্যক্তিকে আটক করে প্রথমে জিজ্ঞাসাবাদ, আর তারপরেই ট্রলি খুলতে চক্ষু চড়কগাছ সবার! গোটা ট্রলিতে থরে থরে সাজানো ৫০০ টাকার নোটের বান্ডিল! সব মিলিয়ে টাকার অঙ্কটা ১৮ লক্ষ! ব্যস্ত দিনে, বর্ধমানের মতো জনবহুল স্টেশন থেকে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হওয়ার বেশ অবাক সবাই । কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এত টাকা, কোথা থেকেই বা এত টাকা এন.. তার সদুত্তর দিতে পারেননি ওই ব্যক্তি । বৈধ কাগজ না দেখাতে পারায়, ওই ব্যক্তিকে আটক করা হয়েছে ।
আরপিএফ সূত্রে জানা যাচ্ছে, বর্ধমান স্টেশনের ৫ নম্বর প্লাটফর্মে চলমান আকালতক্ত এক্সপ্রেস থেকে একটি ট্রলি ব্যাগ নিয়ে এক ব্যক্তি নামেন । পরে ওই ব্যক্তি নিজেকে শঙ্কর কোটাল নামে পরিচয় দিয়েছেন । চলন্ত ট্রেন থেকে অত বড় একটা ট্রলি নিয়ে নামায় আরপিএফ সন্দেহ হয় । সন্দেহের বশেই, তাঁকে জিজ্ঞাসাবাদ করে, তাঁর কাছে থাকা ব্যাগে তল্লাসি চালাতেই উদ্ধার হয় নগদ ১৮ লক্ষ টাকা । কিন্তু টাকার কোন বৈধ কাগজ দেখাতে না পারায় তাকে আটক করে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) ।
ইতিমধ্যেই নগদ টাকা সহ আটক ব্যক্তিকে আয়কর বিভাগের হাতে তুলে দিয়েছে আরপিএফ । আরপিএফের দাবী, জিজ্ঞাসাবাদ করার পরে, অবৈধ সোনা পাচার কারবারের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করে নিয়েছেন আটক শঙ্কর কোটাল । ধৃত হুগলির ঠাকুরানিপুর এলাকার বাসিন্দা । জানা যাচ্ছে, ২৫.১১.২০২৫ তারিখে পাটনায় সোনা সরবরাহ করে ১৮ লক্ষ টাকা নিয়ে ফিরছিলেন তিনি । অবৈধ লেনদেনের সাথে আর কারা কারা যুক্ত আছে খতিয়ে দেখছে আরপিএফ ও আয়কর দপ্তর ।
অন্যদিকে, আবার কসবা, ফের শহরে চলল গুলি! আহত তরুণকে ভর্তি করা হয়েছে হাসপাতালে । ঘটনাস্থলে উদ্ধার হয়েছে গুলির খোল । বন্ধুর কাছে 9 MM পিস্তল দেখতে গিয়ে দুর্ঘটনা বলে বয়ান বদলে জানিয়েছেন গুলিবিদ্ধ যুবক । তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলার জায়গার কাছেই গুলি । কোথা থেকে আসছে এত অস্ত্র? উঠছে প্রশ্ন ।