মুম্বই: কলকাতায় প্রথম টেস্ট আর গুয়াহাটিতে দ্বিতীয় টেস্ট। পরপর দুটো ম্যাচ হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও চাপ বাড়ল ভারতের। একেবারে পাঁচে নেমে গেল তারা। ঘরের মাঠে গত বছর কিউয়িদের বিরুদ্ধে হোয়াইটওয়াশ হওয়ার পর এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও হোয়াইটওয়াশ হতে হল ০-২ ব্যবধানে। নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজে ২-২ ড্র করেছিল ভারত ইংল্যান্ডের মাটিতে গিয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২-০ ব্যবধানে ঘরের মাঠে টেস্ট সিরিজ জয় ছিনিয়ে নিয়েছিল। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফের হার। 

Continues below advertisement

পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। ৪টি টেস্ট খেলে ৪ ম্য়াচেই জিতেছে তারা। ৪৮ পয়েন্ট ঝুলিতে পুরেছে তারা। জয়ের শতকরা হার ১০০ শতাংশ। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের পর দ্বিতীয় স্থানে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকা। ৪ ম্য়াচ খেলে ৩ ম্য়াচে জিতে দক্ষিণ আফ্রিকার জয়ের শতকরা হার ৭৫.০০। শ্রীলঙ্কা ২টো টেস্ট খেলে ১টি ম্যাচ জিতেছে। তাঁদের জয়ের শতকরা হার ৬৬.৬৭।

ভারতের ঠিক আগেই রয়েছে পাকিস্তান। তারা ২টো টেস্ট খেলে ১ ম্য়াচ জিতেচে। পয়েন্ট ১২। জয়ের শতকরা হার ৫০.০০। ভারতের এখনও পর্যন্ত চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ৯ ম্য়াচ খেলে ৪ ম্য়াচে জিতেছে। ৪টি হেরেছে ও ১টি ম্য়াচ ড্র করেছে। ৫২ পয়েন্ট নিয়ে তাদের জয়ের শতকরা হার ৪৮.১৫। তালিকায় ষষ্ঠ স্থানে আছে ইংল্যান্ড। সাতে বাংলাদেশ, আটে ওয়েস্ট ইন্ডিজ ও নয়ে রয়েছে নিউজিল্যান্ড। কিউয়িরা নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপে একটিও ম্য়াচ খেলেনি এখনও।

Continues below advertisement

দক্ষিণ আফ্রিকার কোচের বিতর্কিত মন্তব্য

ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে খেলা দ্বিতীয় টেস্ট ম্যাচের চতুর্থ দিনে দক্ষিণ আফ্রিকা তাদের দ্বিতীয় ইনিংস ২৬০ রানে ডিক্লেয়ার করে এবং টিম ইন্ডিয়াকে ৫৪৯ রানের লক্ষ্য দেয়। দিনের খেলা শেষ হওয়ার পরে যখন দক্ষিণ আফ্রিকার কোচ কনরাডকে প্রেস কনফারেন্সে জিজ্ঞাসা করা হয়েছিল যে কেন তিনি ইনিংস ডিক্লেয়ার করতে দেরি করেছেন, তখন তিনি উত্তরে বিতর্কিত মন্তব্য করেন। কনরাড বলেছিলেন যে তিনি টিম ইন্ডিয়াকে ক্লান্ত করতে চেয়েছিলেন এবং তাদের হাঁটু গেড়ে হামাগুড়ি দিতে দেখতে চেয়েছিলেন। এর জন্য তিনি ইংরেজির শব্দ ‘গ্রোভেল’ (Grovel) ব্যবহার করেন।

দক্ষিণ আফ্রিকার কোচের ‘গ্রোভেল’ শব্দ ব্যবহার করাই বিতর্কের আসল কারণ হয়ে দাঁড়ায়, কারণ ১৯৭৬ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে ইংল্যান্ডের অধিনায়ক টনি গ্রেগ ওয়েস্ট ইন্ডিজ দলের জন্য এই শব্দটি ব্যবহার করেছিলেন, যার অর্থ হল মাটিতে উপুড় হয়ে শুয়ে থাকা বা হাঁটু গেড়ে হামাগুড়ি দেওয়াএই বিষয়ে তখন অনেক বিতর্ক হয়েছিল