প্রদ্যোৎ সরকার, নদিয়া: রেললাইনে বসে মোবাইল ফোনে ভিডিয়ো গেম খেলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দুই স্কুল পড়ুয়ার। নদিয়ার নাকাশিপাড়ার লোহাগাছা রেলগেটের কাছে গতকাল সন্ধেয় এই ঘটনা ঘটে। মৃত ১৯ বছরের সাবির শেখ ও ২১ বছরের সোহন মণ্ডল একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র। স্থানীয় সূত্রে খবর, গতকাল রেললাইনে বসে ইয়ারফোন গুঁজে মোবাইল ফোনে ভিডিয়ো গেম খেলতে মত্ত ছিল দুই বন্ধু। কলকাতা থেকে লালগোলাগামী আপ ধনধান্য এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই দুই স্কুল পড়ুয়ার মৃত্যু হয়। শোকে পাথর দুই পরিবার। 


গঙ্গায় তলিয়ে গিয়েছিলেন পাঁচ যুবক: এর আগেও মৃতদেহ সত্কারে এসে নিমতলা ঘাটে গঙ্গায় তলিয়ে গিয়েছিলেন পাঁচ যুবক। স্থানীয়দের তত্পরতায় দু’ জনকে উদ্ধার করা সম্ভব হয়। ডুবুরি নামিয়ে তল্লাশির পরেও তিন যুবকের খোঁজ মেলেনি সেবারে। সেলফি তুলতে গিয়ে বিপত্তি বলে দাবি করে পুলিশ। জানা যায় পাঁচজনই বেলেঘাটার বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, রাতে গঙ্গায় বান আসার সময় ঘাটে বসে গল্প করছিলেন পাঁচ যুবক। অভিযোগ, তাঁরা মত্ত অবস্থায় ছিলেন। স্থানীয়রা সতর্ক করা সত্ত্বেও ঘাট থেকে সরে আসেননি। উত্তর বন্দর থানার দাবি, বান আসার আগে পুলিশের তরফে নিয়মমাফিক সতর্কতামূলক প্রচার চালানো হয়েছিল।


সেলফি তোলার সময়ে ট্রেনের ধাক্কা: অসচেতনতার বলির তালিকায় রয়েছে আরও ২ জন। পিকনিক (Picnic) করতে গিয়ে রেললাইনে দাঁড়িয়ে সেলফি তোলার সময়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছিল তাঁদের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল আরও একজনকে। স্থানীয় সূত্রে খবর, মেদিনীপুর শহরে হাতিহলকা এলাকা থেকে কয়েকজন কংসাবতীর পাড়ে পিকনিক করতে যান।


রেল সূত্রে খবর, পিকনিক চলাকালীন তিনজন মত্ত অবস্থায় রেল সেতুর ওপর দাঁড়িয়ে সেলফি তুলছিলেন। সেই সময় লোকাল ট্রেনের (Local Train) ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় মুস্তাক আলি খান ও আবির গায়েন নামে দুই ব্যক্তির। এই ঘটনায় রেলের নজরদারি ও সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠে। রেল কর্তৃপক্ষের দাবি, দুর্ঘটনা এড়াতে ও সচেতনতা বাড়াতে তাদের তরফে নিয়মিত প্রচার চালানো হয়। 


সেলফি তুলতে গিয়ে জলে তলিয়ে যায় তরুণ: এর আগেও একাধিকবার এমন অসেচতনতার ছবি প্রকাশ্যে এসেছে। সেলফি তুলতে গিয়ে জলে তলিয়ে যায় তরুণ। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। দুপুরে ৩ বন্ধু ঝিল পাড়ে বসেছিল। সেলফি তুলতে গিয়ে হঠাৎই পা পিছলে জলে পড়ে যায় তিলজলার তরুণ। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y