কলকাতা: ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে ধর্না ২০১৪-র উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের (Job Seekers Agitation) । ‘আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও মেধাতালিকা প্রকাশ না হওয়ায় নিয়োগ প্রক্রিয়া অনিশ্চিত’। ৩১ ডিসেম্বরের মধ্যে প্যানেল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি। এই নিয়ে মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে ধর্নামঞ্চের সংখ্যা বেড়ে হল ৫।                                                     


ধর্না ২০১৪-র উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের: নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল ২০১৪ সালে। ২০১৫-য় হয় পরীক্ষা।তারপর ফলপ্রকাশ, ইন্টারভিউ, মেধাতালিকা বাতিল। কমিশনের জটে কেটে গেছে আট আটটা বছর। চাকরিপ্রার্থীদের দাবি, একই পরীক্ষার ২ বার ইন্টারভিউ দিয়েও, চাকরির স্বপ্ন অধরাই থেকে গেছে। এই পরিস্থিতিতে এবার মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে ধর্নায় বসলেন আপার প্রাইমারিতে সেই দু’বার ইন্টারভিউ দেওয়া সফল চাকরিপ্রার্থীরা। সোমবার নতুন করে আন্দোলনে বসা চাকরিপ্রার্থীদের দাবি, ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে পরবর্তী মেধা তালিকা আদালতে জমা দিতে হবে। কিন্তু, এখনও তা জমা দেয়নি স্কুল সার্ভিস কমিশন।


২০১৪ সালে আপার প্রাইমারিতে নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়। পরীক্ষা হয় ২০১৫ সালে।লিখিত পরীক্ষার ফল বেরোয় ২০১৬ সালে। কিন্তু তারপর থেকেই কারচুপি, দুর্নীতির অভিযোগ তুলে একের পর এক মামলা দায়ের হয়। পরবর্তীকালে একাধিকবার ইন্টারভিউ হয়েছে। এরইমধ্যে আদালতের নির্দেশে বাতিল হয় প্রভিশনাল মেরিট লিস্ট। বর্তমানে, এই মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশেই আন্দোলন চালাচ্ছেন এসএসসি গ্রুপ সি-গ্রুপ ডি ও রাজ্য সরকারি গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। ভিন্ন দাবিতে আন্দোলন চলছে উচ্চ প্রাথমিকেরই আরেকদল চাকরিপ্রার্থীদের। আন্দোলন চালিয়ে যাচ্ছেন ২০১৪’র প্রাথমিকের চাকরিপ্রার্থীরাও। এই আবহে সোমবার মাতঙ্গিনী মূর্তির পাদদেশে শুরু হল পঞ্চম আন্দোলন।


এদিকে শিক্ষায় দুর্নীতি ও অতিরিক্ত পদ সৃষ্টির অভিযোগে বিধানসভায় বিজেপির মুলতুবি প্রস্তাব খারিজ অধ্যক্ষের। যার প্রতিবাদে বিধানসভায় বিক্ষোভ দেখাল বিজেপি। খারিজের প্রতিবাদ করে ওয়াকআউট বিজেপি বিধায়কদের। বিধানসভার বাইরে এসে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। এদিন নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গোটা মন্ত্রিসভাকে (Cabinet) জেলে পাঠানোর দাবি জানালেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।


আরও পড়ুন: Partha Chatterjee:ফের জামিনের আর্জি খারিজ, জেলেই কাটাতে হবে পার্থ-সহ ৭ অভিযুক্তকে