কলকাতা: আগামী রবিবার ২১ জুলাই। ধর্মতলায় তৃণমূলের সমাবেশ উপলক্ষে জোর কদমে চলছে প্রস্তুতি। হচ্ছে মঞ্চ তৈরির কাজ। একইসঙ্গে রয়েছে নিরাপত্তার বিষয়টিও। ২১ জুলাই রবিবার হলেও রাস্তাঘাট শুনশান থাকবে এই আশা করা কখনই যায় না। ২১ জুলাই যানজটের আশঙ্কা কমাতে এবং সাধারণ মানুষের সুবিধার্থে বেশ কিছু রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ (Kolkata Traffic Police)।                             

২১ জুলাই ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত বেশ কয়েকটি জায়গায় যান নিয়ন্ত্রণ করা হবে

রাস্তার নাম অভিমুখ
আমহার্স্ট স্ট্রিট উত্তর থেকে দক্ষিণ
বিধান সরণি (কেশব চন্দ্র সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড) দক্ষিণ থেকে উত্তর
কলেজ স্ট্রিট দক্ষিণ থেকে উত্তর
ব্রেবোন রোড  উত্তর থেকে দক্ষিণ
স্ট্র্যান্ড রোড (হেয়ার স্ট্রিট থেকে উডমান্ট স্ট্রিট) দক্ষিণ থেকে উত্তর
বি বি গাঙ্গুলি স্ট্রিট পূর্ব থেকে পশ্চিম
বেন্টিঙ্ক স্ট্রিট  দক্ষিণ থেকে উত্তর
নিউ সিআইটি রোড পশ্চিম থেকে পূরব
রবীন্দ্র সরণি (বি কে পাল থেকে লালবাজার) দক্ষিণ থেকে উত্তর

 

  • কলকাতা পুলিশের আওতাধীন এলাকায় বন্ধ থাকবে পণ্যবাহী যান চলাচল। ২১ জুলাই রাত ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত এই নিয়ম কার্যকর হবে। তবে এই পণ্যবাহী যানের তালিকায় নেই এলপিজি গ্যাস সিলিন্ডার, পেট্রোলিয়াম, তেল, লুব্রিকেন্টস, অক্সিজেন, সবজি, ওষুধ, ফল, মাছ, দুধ।
  • ভিক্টোরিয়া মেমোরিয়াল বা সংলগ্ন এলাকায় গাড়ি পার্ক করা যাবে না। যেমন এজেসি বোস রোডের একাংশ (হেস্টিংস এবং ক্যাথিড্রাল রোড ক্রসিং), হসপিটাল রোড, কুইনসওয়ে, ক্যাথিড্রাল রোড, লোয়ার্স লেন।
  • ২১ জুলাই ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত সভা এবং মিছিলের অবস্থান বুঝে প্রয়োজন অনুযায়ী ট্রাম সাময়িকভাবে বন্ধ বা রুট পরিবর্তন বা পার্ক করার অনুমতি নাও দেওয়া হতে পারে।
    প্রয়োজন অনুযায়ী, যে কোনও বিকল্প রাস্তা দিয়ে গাড়ির অভিমুখ ঘুরিয়ে দেওয়া হতে পারে।                   

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Malda News: কয়েক ঘণ্টার মধ্যেই অন্য ছবি, মোতায়েন প্রচুর পুলিশ, থমথমে মানিকচক