কলকাতা: রবিবার, ধর্মতলায় (Dharmatala) হয়ে গেল তৃণমূলের ২১ জুলাইয়ের (TMC 21 July) সমাবেশ। প্রত্যেকবারের মতো এবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ডাকে সাড়া দিয়ে সভার মঞ্চে ছিল বিনোদন দুনিয়ার একাধিক তারকার উজ্জ্বল উপস্থিতি। হাজির ছিলেন তৃণমূলের টিকিটে লড়ে সাংসদ দেব, সায়নী ঘোষ, রচনা বন্দ্যোপাধ্যায়। ছিলেন নব নির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, বিধায়ক রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, সোহম চক্রবর্তী আরও অনেকেই। তবে এদিনের অন্যতম বড় চমক, একুশের মঞ্চে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) উপস্থিতি, যিনি একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির (BJP) টিকিটে লড়েছিলেন। এদিন সভা শেষে বিকেলের দিকে ছবিও পোস্ট করেন শ্রাবন্তী, সঙ্গে দেখা মিলল সহকর্মী সায়ন্তিকার। 


২১ জুলাই তৃণমূলের সভামঞ্চে শ্রাবন্তী চট্টোপাধ্যায়


২০২১ সালে বিধানসভা নির্বাচনের  ঠিক আগে, ১ মার্চ, বিজেপি-তে যোগ দেন শ্রাবন্তী। সেই বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গেরুয়া শিবিরের প্রার্থী হয়ে দাঁড়ান তিনি। ভোটে জিততে পারেননি। এরপরেই তাঁর সঙ্গে বিজেপি-র দূরত্ব বাড়তে থাকে। 


ভোটে হারের পর ‘অসম্মান’ জোটে তাঁর। কখনও বিরোধী দল, কখনও বা নিজের দলের কর্মীরাই তাঁকে ঘিরে নানা মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। ভোটের ফল প্রকাশ পাওয়ার দু’দিন পরে বিজেপি-র প্রবীণ নেতা তথাগত রায়ও তোপ দাগেন। শ্রাবন্তী, তনুশ্রী চক্রবর্তী এবং পায়েল সরকারকে কেন টিকিট দেওয়া হয়েছে, সেই নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কিন্তু সেই প্রশ্নের মধ্যে ‘অপমান’ করার চেষ্টাও চোখে পড়ে অনেকের। দোলের দিন একটি অনুষ্ঠানে গিয়ে তৃণমূল নেতা মদন মিত্রের সঙ্গে ছবি তোলা নিয়েও কটূক্তিও করেন তথাগত। এক্স হ্যান্ডলে তিনি লিখেছিলেন, ‘নগরীর নটীরা নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেড়িয়েছেন আর মদন মিত্রর সঙ্গে নৌকাবিলাসে গিয়ে সেলফি তুলেছেন (এবং হেরে ভূত হয়েছেন) তাঁদেরকে টিকিট দিয়েছিল কে?’ ভোটের পর বিজেপি নেতৃত্বের সঙ্গে শ্রাবন্তীর দূরত্ব ক্রমেই বাড়তে থাকে।


ওই বছরই ১১ নভেম্বর নিজের ট্যুইটার (এখন 'এক্স') হ্যান্ডলে পোস্ট করে বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করেন তিনি। অভিনেত্রীর পোস্টের মোদ্দা বক্তব্য ছিল, বাংলার উন্নয়নের জন্য বিজেপি আন্তরিক নয়। বাংলার জন্য কাজ করার মনোভাবের অভাব রয়েছে তাদের। তিনি লেখেন, 'বিজেপি, যে দলের হয়ে আমি গত বিধানসভা নির্বাচনে লড়াই করেছি, তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম। কারণ বাংলার উন্নয়নকে আরও এগিয়ে নেওয়ার জন্য তাদের উদ্যোগ এবং আন্তরিকতার অভাব রয়েছে।'






আরও পড়ুন: Mamata Banerjee: বাংলাদেশের মানুষ দরজায় কড়া নাড়লে আশ্রয় দেব: মমতা


তবে আজ, ২১ জুলাই ২০২৪, তৃণমূলের 'শহিদ স্মরণ'-এর সভা মঞ্চে দেখা মিলল সেই শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। টেলি ও টলি দুনিয়ার অগুন্তি শিল্পীর সঙ্গে উপস্থিত ছিলেন তিনিও। পরনে সাদা চুড়িদার, ওড়না দিয়ে ঢাকা মাথা, চোখে রোদচশমা। সায়ন্তিকা, লাভলির পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সারেন সাক্ষাৎ। সবটাই ক্যামেরাবন্দি। শুধু তাইই নয়, এদিন রোদ-জল বৃষ্টি মাথায় করে বিনোদন দুনিয়ার যে সমস্ত তারকারা মঞ্চে উপস্থিত ছিলেন তাঁদের ধন্যবাদ জানাতে গিয়ে, দেব, জুন মাল্যর পাশাপাশি মুখ্যমন্ত্রীর মুখেও শোনা গেল শ্রাবন্তীর নাম। এরপর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সায়ন্তিকার সঙ্গে একটি ছবিও পোস্ট করেন শ্রাবন্তী। স্বাভাবিকভাবেই যা নিয়ে জল্পনা শুরু হয়েছে, তাহলে কি ঘাসফুল শিবিরে নাম লেখাচ্ছেন শ্রাবন্তী? উত্তর দেবে সময়। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।