IPS Premsukh Delu: পেটের খিদে মেটানোর জন্য মানুষ কত কি না করে। আর এই দারিদ্র্য শৈশবকে গ্রাস করে ফেলে। আর সেভাবেই গ্রাস করেছিল এক আইপিএসের (IPS Success Story) জীবনকেও। তাঁর বাবা উট চরিয়ে অর্থ উপার্জন করতেন আর সেই সামান্য টাকাতেই চলত সংসার। আর সেভাবেই কেটেছে শৈশব আইপিএস প্রেমসুখ ডেলুর (Premsukh Delu)। পড়াশোনার পাশাপাশি মাঠে গরু চরিয়েও দিন কেটেছে তাঁর। কিন্তু জেদ ছিল অদম্য। তাই আর্থিক বাধা কাটিয়ে আজ সফল আইপিএস অফিসার প্রেমসুখ। পরিবারের আর্থিক অসচ্ছলতা একেবারে কাছ থেকে দেখেছেন প্রেমসুখ (Success Story)। আর নিজের কঠোর পরিশ্রম দিয়ে সেই প্রতিকূলতাকে জয় করেছেন তিনি।
রাজস্থানের বিকানীর জেলার রাইসার গ্রামে জন্ম ও বড় হয়ে ওঠা প্রেমসুখের। শৈশবে কঠিন দারিদ্র্যের মধ্যে জীবন কেটেছে তাঁর। কৃষিকাজ করে আর উট চরিয়ে তাঁর বাবা সংসার চালাতেন। দারিদ্র্য থাকলেও প্রেমসুখের চোখে স্বপ্ন ছিল একদিন সরকারি চাকরি করে এই আর্থিক টানাপোড়েনের মধ্য থেকে সংসারকে বের করে নিয়ে আসবেন। বাবা-মায়ের কষ্ট দূর করবেন তিনি। আর শুধু স্বপ্ন দেখা নয়, এই স্বপ্ন একদিন পূরণ করলেন তিনি। ছোটবেলায় পড়াশোনার পাশাপাশি বাবার সঙ্গে উট-গরু ইত্যাদি চরাতেন প্রেমসুখ। জানা যায়, তাঁর দিদি কখনও স্কুলেই যাননি। চাকরি পাওয়ার জন্য সারা দিন রাত এক করে পড়াশোনা করতেন তিনি।
হিসাবরক্ষকের কাজ পান
২০১০ সালে স্নাতক উত্তীর্ণ হন প্রেমসুখ ডেলু, সেই সময় পাটোয়ারি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। সেটাই ছিল তাঁর প্রথম চাকরি। পড়াশোনা চালিয়ে যান, ইউপিএসসির প্রস্তুতি নিতে শুরু করেন। আর এই কঠিন পরীক্ষাতেও উত্তীর্ণ হন তিনি। দশম শ্রেণি পর্যন্ত একটি সরকারি স্কুলেই পড়াশোনা করেছেন তিনি। তারপর বিকানীরের গভর্নমেন্ট দুঙ্গার কলেজে ভর্তি হয়েছিলেন। স্নাতকোত্তরে ইতিহাসে স্বর্ণপদক পেয়েছেন তিনি। এরপরে ইউজিসি নেট পরীক্ষাতেও উত্তীর্ণ হন প্রেমসুখ ডেলু। ইতিহাসে জেআরএফ পান। পাটোয়ারীর কাজ করতে করতেই এই পরীক্ষায় পাশ করেন তিনি।
১৭০ র্যাঙ্ক পান ইউপিএসসিতে
৬ বছরে মোট ১২টি সরকারি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন প্রেমসুখ। পাটোয়ারি হিসেবে কাজ শুরু করেন এবং রাজস্থানের গ্রাম সেবক পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেন। রাজস্থান পুলিশের সাব ইনস্পেক্টরের পদ ছাড়াও সহকারী জেলার পদে কাজ করতেই বেশি পছন্দ করতেন তিনি। পরে প্রেমসুখ একজন স্কুল লেকচারার হিসেবেও কাজ করেছেন। ইউপিএসসি পরীক্ষায় সারা দেশের মধ্যে ১৭০ র্যাঙ্ক অর্জন করেছিলেন প্রেমসুখ ডেলু। এর মাধ্যমেই একজন সফল আইপিএস অফিসার হয়ে ওঠেন তিনি।
আরও পড়ুন: Success Story: কেরোসিনের আলোয় পড়েই সফল IAS, অভাব কাটিয়েও নজির গড়েছে অংশুমানের লড়াই
Education Loan Information:
Calculate Education Loan EMI