কলকাতা: আমার কাছে ১০ লাখ সরকারি চাকরি রেডি আছে, ২১ জুলাইয়ের মঞ্চ থেকে বললেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। চাকরি বাতিল নিয়ে সিপিএম, কংগ্রেস আর বিজেপিকে একযোগে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। 


কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়


এদিন ২১-এর মঞ্চ থেকে তৃণমূল নেত্রী বলেন, বিজেপি আন্দোলনে পারে না। সব সময় চলে যাচ্ছে এখানে সিপিএম, কংগ্রেস আর বিজেপি মিলে। ১০ লক্ষ সরকারি চাকরি রেডি আছে। কিন্তু কোর্টে চলে যাচ্ছে। কখনও বলছে ২৬ হাজারের চাকরি ছাই, কখনও বলছে ৪২ হাজারের চাকরি খাই। কখনও বলছে ওবিসি উঠিয়ে দাও। না উঠবে না। কারও চাকরি যাবে না। ওবিসি নিয়েও আমরা লড়ছি। জেনে রাখবেন আমরা সুপ্রিম কোর্টে গেছি। আমরা লড়াই চালিয়ে যাব। আমরা লড়াই করব। ২ কোটির উপর ওবিসি সার্টিফিকেট দিয়েছি। তাঁদের নিজের পায় দাঁড়িয়েছে। ঐক্যশ্রী সংখ্যালঘু স্কোলারশিপ দেয় না। আমরা দিই। আমরা বাংলায় প্রথম। 


২০১৬ সালে স্কুলের চাকরি পাওয়া ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি আপাতত যাচ্ছে না বলে ৭ মে জানিয়েছিল সুপ্রিম কোর্ট। গত মঙ্গলবার প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, এই নির্দেশই বহাল থাকবে। এর আগে ৭ মে, সুপ্রিমকোর্টে শুনানির সময়, প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন,যোগ্য়-অযোগ্য আলাদা করা গেলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না। ওই দিন শুনানিতে SSC-র আইনজীবী বলেছিলেন, NYSA-র কাছে যে তথ্য আছে, তার ভিত্তিতে আমরা হাইকোর্টে অযোগ্যদের তালিকা দিয়েছি। যোগ্য-অযোগ্যদের বিভাজন করা সম্ভব। এরপরই SSC-কে যোগ্য-অযোগ্যদের চিহ্নিত করে তালিকা তৈরির নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।


এই প্রেক্ষাপটে, শুনানি পর্বে চাকরিপ্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামিম বলেন, SSC যোগ্য-অযোগ্যদের চিহ্নিত করে এখনও তালিকা জমা দেয়নি।  হলফনামাও জমা করেনি। এরপরই প্রধান বিচারপতি বলেন, ঠিক আছে, সবপক্ষকে ২ সপ্তাহ সময় দিচ্ছি। যা বক্তব্য আছে তা লিখিতআকারে জমা দিন। সর্বোচ্চ আদালত বলে,  যেহেতু একাধিক মামলা হয়েছে।  তাই কার কার হয়ে সওয়াল-জবাব হবে, সেটা আমরা ঠিক করে দেব। তাঁরা হলেন, কলকাতা হাইকোর্টের মূল মামলাকারী অর্থাৎ, চাকরিপ্রার্থীরা, রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন, চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মী এবং CBI। মামলার সংক্ষিপ্তসার তৈরির জন্য ৪ জন আইনজীবীকে নোডাল অফিসার নিয়োগ করেছে সুপ্রিমকোর্ট। দেশের শীর্ষ আদালত জানায়, মামলার সঙ্গে যুক্ত বাকি কেউ হলফনামা বা পাল্টা হলফনামা দিতে চাইলে তা দু'সপ্তাহের মধ্যে দিতে হবে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: 21 July: 'পুরনোদের অভিজ্ঞতা ও নতুনদের উৎসাহ- তৃণমূলের একই বৃন্তে দুটি কুসুম' বার্তা অভিষেকের