কলকাতা: একুশের মঞ্চ থেকে কর্মীদের উদ্দেশে বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আদি-নব্য তৃণমূলকে এক সুতোয় বেঁধে থাকার পরামর্শ দিলেন তিনি। বুঝিয়ে দিলেন তৃণমূলে পুরনোদের অভিজ্ঞতা আর নতুনদের উৎসাহ মিলিয়ে কাজ করতে হবে। 


কর্মীদের উদ্দেশে কী বার্তা? 


এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "শৃঙ্খলাপরায়ণ আমাদের হতে হবে। আমি মনে করি তৃণমূলের কর্মীরাই তৃণমূলের শক্তি। যাঁরা নতুন তৃণমূলে এসেছেন, তাঁদের তৃণমূলের সংগ্রাম, নেত্রীর লড়াই, একুশে জুলাইয়ের ইতিহাস সম্পর্কে জানতে হবে। আর নতুন যাঁরা রয়েছেন তাঁদেরও নতুনদের সঙ্গে নিয়ে আগামীদিনে দলকে শক্তিশালী করার জন্য মাঠে নেমে লড়াই করতে হবে। সামঞ্জস্য রেখে করতে হবে। পুরনোদের অভিজ্ঞতা আর নতুনদের উৎসাহ-উদ্দিপনা-দুটোই তৃণমূলের একই বৃন্তে দুটি কুসুম। আমাদের কর্মীদের সংযত থাকতে হবে। কোনও বাকবিতণ্ডায় জড়াবেন না। বিজেপিকে ভোট দিয়ে মানুষ জেতায়নি। মানুষ আপনাদের ভোট দিয়ে জিতিয়েছে। আপনাকে বিশ্বাস করেছে বিজেপি করেনি।'' 


২০২২ সালের এমনই এক জুলাই মাসে দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। ওই বছর অগাস্টে গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডলকে। যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো সহযোগী হিসেবে পরিচিত ছিল আর ঠিক তার কয়েকদিনের মধ্যে 'নতুন তৃণমূল' আনার বার্তা দিয়ে শহরের বিভিন্ন প্রান্তে দেখা যায় পোস্টার। যেখানে ছিল শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। ব্য়াকগ্রাউন্ডে সবুজের প্রলেপ থেকে প্রতীকচিহ্ন জোড়াফুল, সবকিছুই ছিল তাতে। ছিল না শুধু দলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি। যা নিয়ে শুরু হয় জল্পনা। 


উল্লেখ্য, একাধিকবার নবীনদের পক্ষে সওয়াল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মুখে শোনা গিয়েছে প্রবীণ এবং নবীন ভারসাম্যের কথা। ২০২৩ সালে তৃণমূলে নবীন-প্রবীণ দ্বন্দ্বের অভিযোগ মাথাচাড়া দিয়ে উঠেছিল। সেই সময় মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, "সৌগতদা মাঝে মাঝে বলেন, আমার তো বয়স হয়ে গেল! আরে কীসের বয়স! মানুষের মনের কি কোনও বয়স আছে? যাঁরা নতুন এসেছেন, পুরনোদের সম্মান দিয়ে মাথায় রাখবেন।'' অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় শোনা যায়, ' আমি দু’ মাস আড়াই মাস রাস্তায় ছিলাম, নবজোয়ার করেছি। আমার বয়স ছিল ৩৬। আমি পারব রাস্তায় থাকতে আড়াই মাস, আমার ৭০ বছর বয়স হলে? পারব না। এটা সত্যি কথা। এটা আপনাকে মানতে হবে।' আর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় উঠে এল পুরনোদের অভিজ্ঞতা আর নতুনদের উৎসাহ-উদ্দিপনা নিয়েই চলবে তৃণমূল। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: 21 July: জুনের ৪ তারিখে জনগর্জন দেখিয়েছে বাংলার মানুষ: অভিষেক বন্দ্যোপাধ্যায়