কলকাতা : পঞ্চায়েত ভোটে ( Panchayat Poll ) বিপুল জয়ের পরে তৃণমূলের ( TMC ) প্রথম সমাবেশ! তৃণমূলের বার্ষিক সমাবেশ থেকে কী বার্তা দেবেন তৃণমূল নেত্রী? তা জানতেই কোচবিহার থেকে কাকদ্বীপ, তৃণমূল কর্মী ও সমর্থকরা দলে দলে পৌঁছেছেন কলকাতায়। আর তাকে কেন্দ্র করে জেলায় জেলায় দেখা যাচ্ছে অভিনব ছবি। সমর্থকদের উন্মাদনার চিত্র। একটু আলাদা ভাবে নজর কাড়ার প্রচেষ্টা। মা-মাটি-মানুষের সরকারের বিভিন্ন প্রকল্পের জয়গান গাওয়ার প্রয়াস। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অকুণ্ঠ ভালবাসা জানানোর চেষ্টা ।
লক্ষ্মীর ভাঁড় নিয়ে মিছিল
যেমনটা দেখা গেল সল্টলেকের দত্তাবাদে। একুশের মঞ্চের দিকে রওনা হওয়া তৃণমূল কর্মী-সমর্থকদের অভিনব প্রয়াস নজর কাড়ল। লক্ষ্ণীর ভাণ্ডার প্রকল্পটি তুলে ধরতে হাতে লক্ষ্মীর ভাঁড় নিয়ে মিছিল করলেন মহিলারা। বিধান নগরের ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলো দত্ত ও ওয়ার্ডের প্রেসিডেন্ট নির্মল দত্তের নেতৃত্বে মিছিল করলেন তৃণমূল কর্মী-সমর্থকরা।
চুল কেটে মমতার নাম
আবার বর্ধমানে দেখা গেল অন্যরকম ছবি। সেখানে এক তৃণমূল সমর্থকের চুলে দেখা গেল অভিনব ছাঁট। চুল কেটে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের নাম লেখা। এমনটা সচরাচর চোখে পড়ে খেলার মাঠে।
রকেটের কাটআউটে নানা প্রকল্প
এদিকে একুশে জুলাইয়ে সকাল থেকেই ধর্মতলায় ভিড় জমাচ্ছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। সেখানে দেখা গেল, চন্দ্রযানের মতো একটা মডেল। প্রশ্ন করতে জানা গেল, রকেটের কাটআউটে বিভিন্ন সরকারি প্রকল্পের নাম লিখে নিয়ে এসেছেন কয়েকজন তৃণমূল কর্মী। তাঁদের দাবি, এগুলোই বিরোধীদের বধ করার অস্ত্র ! অর্থাৎ সরকারের যা যা প্রকল্প রয়েছে, তাই জনতা জনার্দনের মন জয় করার জন্য যথেষ্ট।
মমতার ছবি দেওয়া টুপি, ব্যাজ
পঞ্চায়েত ভোটে বিপুল জয়ের পর প্রথমবার তৃণমূলের সমাবেশ। প্রতিবারের মতো এবারও কর্মী সমর্থকদের মধ্যে তুঙ্গে উন্মাদনা। ধর্মতলায় দেদার বিকোল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া টুপি, ব্যাজ, হাতের ব্যান্ড।
খাওয়া-দাওয়ার দেদার আয়োজন
প্রতিবারের মতো এবারও ২১ শের সমাবেশ ঘিরে উৎসবের মেজাজ। একুশের সমাবেশ উপলক্ষে পিকনিকের মেজাজ। মৌলালির ফুটপাথে সকাল থেকে শুরু হয়ে গেছে রান্নাবান্না। তৃণমূল কর্মী সমর্থকরা হাত লাগিয়েছেন মাংস, ডাল, পোস্ত রান্নায়। অন্যদিকে আবার, রেস কোর্সের সামনে সকাল থেকে ছোলা মুড়ি বিতরণ করছেন ৭১ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতারা। রয়েছে পানীয় জলের গাড়িও। অন্যদিকে আবার হলদিয়া থেকে সাতসকালে বাসে করে রওনা দেওয়া তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যেও আনন্দের আমেজ। রয়েছে এলাহি খাবারের বন্দোবস্তও। ছোলা, মুড়ি থেকে শুরু করে দুপুরের মাংস-ভাত, সব আয়োজন নিয়ে রওনা তৃণমূল কর্মী সমর্থকদের।