শিবাশিস মৌলিক, সুদীপ্ত আচার্য, কলকাতা: একুশে জুলাইয়ের সমাবেশের আগেই কলকাতায় ফিরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিগত বছরের মতো, একুশের প্রস্তুতি মঞ্চে কিম্বা কর্মীদের থাকা খাওয়ার তদারকি করতে দেখা গেল না তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদককে। প্রশ্ন উঠছে, আগের মতো এবারও কি সক্রিয়ভাবে সমাবেশে দেখা যাবে অভিষেককে?


কখনও সভামঞ্চের প্রস্তুতি ঘুরে দেখছেন তিনি। কখনও আবার খতিয়ে দেখছেন কর্মীদের থাকা খাওয়ার ব্য়বস্থা। বিগত বছরে, ২১ জুলাইয়ের সমাবেশের আগে এই ভূমিকায় দেখা গেছে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে। কিন্তু, এবছর দেখা গেল না পরিচিত সেই ছবি। অভিষেককে দেখা গেল না মঞ্চে। রাজ্য়সভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন,ওদের দলে অনেক সমস্য়া আছে। আসুন, না আসুন উত্তরাধিকার সূত্রে দলটা ওঁকেই লিখে দেওয়া আছে। চোখের চিকিৎসার জন্য় ২২ দিন বিদেশে থাকার পর শুক্রবারই কলকাতায় ফিরেছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। এরই মধ্য়ে গোটা শহর ২১ জুলাইয়ের সমাবেশের পোস্টার-ব্য়ানারে ছেয়ে গেছে । যার সিংহভাগেই শুধু মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ছবি।


লোকসভা ভোটের ফল ঘোষণার পরই, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় সংগঠন থেকে ছোট্ট বিরতির ঘোষণা করায় জল্পনা তৈরি হয়েছিল। এক্স হ্য়ান্ডেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লিখেছিলেন, 'কিছু চিকিৎসার প্রয়োজনে, আমি সংগঠন থেকে ছোট্ট বিরতি নিচ্ছি। এই ছুটি আমাকে বিনীতভাবে আমাদের মানুষ এবং সম্প্রদায়ের চাহিদাগুলি অন্বেষণ করতে ও বুঝতে সুযোগ দেবে। আমি বিশ্বাস করি যে, রাজ্য সরকার দ্রুত কাজ করবে এবং যাঁদের প্রয়োজন তাঁদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে কোনও কসুর করবে না। ' সোশাল মিডিয়ায় তাঁর এই পোস্টের ভাষার মধ্য়েও অনেকে নানা রাজনৈতিক তাৎপর্য খুঁজে পেয়েছিলেন। দীর্ঘ বিরতির পর, শহরে ফিরেছেন অভিষেক। কিন্তু রবিবার তিনি কী করবেন? উত্তর মিলবে সভাবেশের মঞ্চেই।


আরও পড়ুন, শক্তিগড়ে আচমকাই বস্তা বস্তা ল্যাংচা পুঁতে ফেলা হচ্ছে মাটিতে !


আজ ২১ জুলাই তৃণমূলের সমাবেশ, জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জেলা থেকে কলকাতামুখী তৃণমূল নেতা-কর্মীরা। প্রতিবারের মতোই গীতাঞ্জলি স্টেডিয়াম, নেতাজি ইন্ডোর, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন জেলা থেকে ট্রেনে, বাসে চড়ে কলকাতায় আসতে শুরু করেছেন তৃণমূলের কর্মী, সমর্থকরা। আসছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।


 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।