iPhone 13 Offers: ই-কমার্স সংস্থা অ্যামাজনে শুরু হয়েছে প্রাইম ডে সেল ২০২৪ (Amazon Prime Day Sale 2024)। ২০ এবং ২১ জুলাই এই দুই দিন চলবে সেল। যাঁরা দামি ফোন কেনার পরিকল্পনা করেন, তাঁদের অনেকেই ই-কমার্স সংস্থাগুলির এই সেলের দিকে তাকিয়ে থাকেন। প্রতিবারের মতো এবছরও অ্যামাজন সংস্থা তাদের সদস্যদের নিরাশ করেনি। আইফোন ১৩- র (iPhone 13) দামে রয়েছে ব্যাপক ছাড়। তার ফলে ৫০ হাজার টাকার কমে আইফোন ১৩ কিনতে পারবেন আপনি। এ১৫ বায়োনিক চিপ, ১২ মেগাপিক্সেলের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই আইফোন মডেলে। এবার দেখে নেওয়া যাক কীভাবে আইফোন ১৩ কেনার ক্ষেত্রে আপনি সর্বোচ্চ পরিমাণে ছাড় পেতে পারেন। শুধু আইফোন নয় আরও একাধিক সংস্থার স্মার্টফোনের দাম আকর্ষণীয় ছাড় রয়েছে অ্যামাজনের এই সেলে। তাই নতুন ফোন কেনার পরিকল্পনা করতেই পারেন আপনি। 


অ্যামাজনের প্রাইম ডে সেল ২০২৪- এ আইফোন ১৩- র ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দামে রয়েছে ছাড় 


২০২১ সালে আইফোন ১৩ লঞ্চ হয়েছিল আইফোন ১৩ সিরিজের ভ্যানিলা বা বেস মডেল হিসেবে। সেই ফোনের বেস ভ্যারিয়েন্টের দামেই রয়েছে ছাড়। লঞ্চের সময় আইফোন ১৩- র ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৭৯,৯০০ টাকা। অ্যামাজনে এই ফোনের দাম ধার্য হয়েছে ৫৯,৯০০ টাকা। কিন্তু আপনি বর্তমানে এই ফোন কিনতে পারবে ৪৮,৭৯৯ টাকায়। এসবিআই অথবা আইসিআইসিআই ব্যাঙ্কের ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড থাকলে এবং সেই কার্ডের সাহায্যে অ্যামাজন থেকে আইফোন ১৩- র ১২৮ জিবি স্টোরেজ মডেল কিনলে আপনি আরও ১০০০ টাকা ছাড় পাবেন। আর তার ফলে ফোনের দাম কমে হবে ৪৭,৭৯৯ টাকা। এরপরে আবার রয়েছে এক্সচেঞ্জ অফার, অর্থাৎ পুরনো ফোনের পরিবর্তে নতুন ফোন কেনার সুবিধা। সেক্ষেত্রে ক্রেতারা ৪৪,০৫০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। তবে যে ফোন এক্সচেঞ্জ করবে সেই হাই-এন্ড রেঞ্জের ফোন হতে হবে এবং সেটি একদম ঝকঝকে বলা ভাল প্রায় নতুনের মতো থাকলে তবেই এই বিপুল পরিমাণ এক্সচেঞ্জ অফার পেতে পারেন আপনি। তবে যদি এই এক্সচেঞ্জ অফার আপনি নাও পান তাও ব্যাপক পরিমাণে ছাড় পাওয়ার সুযোগ রয়েছে আপনার কাছে। 


আরও পড়ুন- ১০ হাজার টাকার কমেই কিনতে পারবেন পোকো-র এই ৫জি ফোন, ফিচার বেশ নজরকাড়া 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।