কলকাতা: ২১ জুলাইয়ের শহিদ দিবস (21 July TMC Shahid Diwas) বরাবর তৃণমূলের সবচেয়ে রাজনৈতিক কর্মসূচি। আর তৃণমূলের ডাকে এই মঞ্চেই এবার উপস্থিত হলেন সমাজবাদী পার্টির প্রধান এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। আর মঞ্চে বক্তব্য রাখার সময় ছত্রে ছত্রে ছিল তৃণমূলের প্রশংসা- বিশেষ করে তৃণমূলের কর্মীদের।


কেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বড় নেত্রী। তাঁর আসল সম্পদ কী? সেটাই এদিন মঞ্চে দাঁড়িয়ে স্পষ্ট বললেন অখিলেশ যাদব।


এদিন অখিলেশ যাদব (Akhilesh Yadav) বলেন, 'দিদির কাছে এমন কর্মী আছেন, যাঁরা প্রাণ দিতেও প্রস্তুত। এমন সমর্থক থাকা যে কোনও দলের কাছেই ভাগ্যের ব্যাপার। কারণ যে কোনও রাজনৈতিক দলের ভিত্তি কর্মীরাই।' তাঁর সংযোজন, 'আপনার নেতা অনেক বড়। উনি লড়ে নিজের জীবন বাজি রেখে এই জায়গায় দলকে এনেছেন। আপনারা সবসময় ওঁর সঙ্গ দিয়েছেন, আপনারা নিশ্চয়ই ভবিষ্য়তেও সঙ্গ দেব।'


একুশের বিধানসভা ভোটে প্রচারের সময় পায়ে চোট পেয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। সেই প্রসঙ্গ তুলে এনে অখিলেশ যাদব বলেন, 'দিদি যখন পায়ে প্লাস্টার নিয়েও প্রচার করছিলেন, তখনই বলেছিলাম দিদি একাই লড়ে জিতবেন।' এদিন ২১-এর মঞ্চে মমতার ভূয়সী প্রশংসা করেছেন অখিলেশ। তিনি বলেন, 'খুব কম নেতা আছেন, যাঁরা নিজের জীবন বাজি রেখে লড়াই করেন। দেশের রাজনীতিতে দিল্লির শাসকদল সাম্প্রদায়িক অশান্তির ষড়যন্ত্র করছে। কিন্তু আপনাদের সমর্থনে দিদি যে কোনও লড়াইয়ে প্রস্তুত।'


'বাংলার সঙ্গে উত্তরপ্রদেশ রয়েছে'
বাংলায় বিজেপি আসন হারিয়েছে, প্রবল ধাক্কা খেয়েছে উত্তরপ্রদেশেও। সেই প্রসঙ্গ তুলে এদিন অখিলেশ যাদব বলেন, 'বাংলার মানুষ বিজেপিকে হারিয়েছে, উত্তরপ্রদেশও সঙ্গে রয়েছে। দিল্লির সরকার অল্প দিনের অতিথি। এই সরকার খুব তাড়াতাড়ি পড়ে যাবে।' কেন্দ্রের সরকার বেশিদিন ক্ষমতায় থাকবে না তা আগেও বলেছিলেন অখিলেশ। এদিন কলকাতায় ২১ জুলাইয়ের মঞ্চেও একই কথা বলেছেন অখিলেশ। এদিন তাঁর আরও বার্তা, 'এরা অন্যদের থেকে মহাপুরুষকেও ধার করে। কারণ এদের কাছে গুরুদেব বা নেতাজির মতো মহাপুরুষ নেই। দেশ, সংবিধানকে বাঁচাতে আমাদের একসঙ্গে লড়াই করতে হবে: অখিলেশ। আগামীদিনে যে লড়াই হতে চলেছে, আমরা আপনাদের সঙ্গে থাকব।'


বক্তব্য রাখার সময় শুরুতেই অখিলেশ যাদবকে ধন্যবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'মুম্বইয়ে আপনার সঙ্গে কথা হয়েছিল। একবার বলতেই আপনার মেনে নিয়েছিলেন। আমি চাই বাংলার সঙ্গে গোটা দেশের সম্পর্ক ভাল হোক। অখিলেশের মাধ্যমে যার সূচনা হল। উত্তরপ্রদেশে যে খেলা অখিলেশ দেখিয়েছেন, তাতে বিজেপির ইস্তফা দেওয়া উচিত ছিল। দিল্লিতে ভয় দেখিয়ে যে সরকার তৈরি হয়েছে, তার আয়ু বেশিদিন নেই।'


আরও পড়ুন: ভোটে জয় এসেছে, এবার কাদের জন্য কাজ করবে তৃণমূল? বলে দিলেন অভিষেক


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।