আবির দত্ত, কলকাতা: ২১ জুলাইয়ে (21 July) ধর্মতলায় তৃণমূলের সমাবেশ। আর সভা শুরুর আগে জমজমাট আয়োজন। মেয়ো রোডে চলছে রান্না। জলখাবার থেকে দুপুরের খাবারের তোড়জোড় চলছে জোরকদমে। পিকনিকমুডে তৃণমূলের কর্মী সমর্থকরা।               


জমজমাট আয়োজন: ধর্মতলায় তৃণমূলের মেগা সমাবেশ। প্রতিবারের মতোই গীতাঞ্জলি স্টেডিয়াম, নেতাজি ইন্ডোর, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে। সকাল থেকেই ভিড় বাড়ছে ধর্মতলা চত্বরে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় হাজির হয়েছেন তৃণমূল কর্মীরা। এখনও জেলা থেকে কলকাতামুখী তৃণমূল নেতা-কর্মীরা। আসানসোল থেকে এসেছেন বহু কর্মী সমর্থকরা। মেয়োর রোডে সকাল থেকে শুরু হয়েছে রান্না। জলখাবার সেরেছেন মুড়ি-ঘুগনি বা তেলেভাজা দিয়ে। ২১ জুলাইয়ে দুপুরের মেনুতে রয়েছে, ভাত, ডাল, পাঁচমেশালি তরকারি, মাংস। রয়েছে মাছের পদও।                                                           


খাওয়াদাওয়ার বন্দোবস্ত: শুধু মেয়ো রোডই নয়, শহরের বিভিন্ন প্রান্তে খাওয়াদাওয়ার আয়োজন করা হয়েছে। সকাল থেকে তৃণমূল কর্মী, সমর্থকদের ভিড় শিয়ালদা স্টেশন চত্বরে। উত্তরবঙ্গ থেকে একের পর এক ট্রেনে কলকাতায় আসছেন তাঁরা। শিয়ালদা স্টেশন চত্বরে তাঁদের খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।খেয়ে ধর্মতলার উদ্দেশে রওনা দিয়েছেন তৃণমূল কর্মী, সমর্থকরা। একুশে জুলাই উপলক্ষে হাবড়ার তৃণমূল কর্মী, সমর্থকদের স্পেশাল মেনু। ধর্মতলার সমাবেশে যাওয়ার জন্য বাড়ি থেকে রেঁধে এনেছেন ফ্রায়েড রাইস, কষা মাংস। সেন্ট্রাল অ্যাভিনিউয়ে খাওয়া সেরে মিছিল করে তাঁরা রওনা দিয়েছেন সভাস্থলের দিকে।


এদিকে ক্যানিংয়ের জীবনতলা থেকে ধর্মতলায় একুশের সমাবেশে আসার পথে দুর্ঘটনার কবলে তৃণমূল কর্মী, সমর্থকরা। গাড়ি উল্টে আহত হন ৮ জন। সকাল ৯টা নাগাদ ভাঙড়ের ঘটকপুকুরের কাছে কালীতলা মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়ি। আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে।                                         


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: 21 July: ওয়াচ টাওয়ার থেকে নজরদারি, মোতায়েন অতিরিক্ত পুলিশ, ২১ জুলাই শহরজুড়ে কড়া নিরাপত্তা