জয়ন্ত পাল, দমদম: পুরসভা ভোটের আগে লেকটাউন দমদম পার্ক থেকে নাকা চেকিংয়ের সময় উদ্ধার আগ্নেয়াস্ত্র। ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সামনেই পুরভোট। তার আগে বিভিন্ন এলাকায় চলছে জোর তল্লাশি। সেই মতোই লেকটাউন থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরেই চলছে পুলিশের পক্ষ থেকে নাকা চেকিং। ঘটনাটি ঘটে গত বুধবার রাতে। 


সূত্রের খবর, বুধবার রাতে যখন পুলিশ নাকা চেকিং করছিলেন, তখন তিনজন সন্দেহভাজনকে আটকায় পুলিশ। তাঁদের কাছে থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র। এছাড়াও তাঁদের সঙ্গে এক রাউন্ড কার্তুজও উদ্ধার হয়। ধৃতদের নাম মহম্মদ ইরশাদ, ইব্রাহিম আলি এবং তপন দাস। এরপর পুলিশের পক্ষ থেকে বিধাননগর আদালতে তোলা হয় অভিযুক্তদের। 


ভোটের আগে অনেকেই এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করে। ফলে পুলিশ তদন্ত শুরু করেছে। মূলত ধৃতরা এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে নিয়ে আসছিল, কেনই বা নিয়ে আসছিল তা, সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখছে লেকটাউন থানার পুলিশ। পাশাপাশি পুলিশ খতিয়ে দেখছে ডাকাতি উদ্দেশ্য জড়ো হয়েছিল কিনা তারা।


গতকালই, পুরভোটের (Municipality Election) মুখে বীরভূমের (Birbhum) মাড়গ্রামে ৪০টি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। ভোটে সন্ত্রাসের জন্যই তৃণমূলের (TMC) দুষ্কৃতীরা বোমা মজুত করছে, অভিযোগ বিরোধীদের। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, দুষ্কৃতীদের কাজ।


মাটিতে পোঁতা আছে দুটি ড্রাম। সাতসকালে তা দেখেই সন্দেহ হয় স্থানীয়দের। তাঁরাই খবর দেন পুলিশকে। এরপর পুলিশ এসে সেই ড্রাম তুলে উদ্ধার করে ৪০টি তাজা বোমা। বৃহস্পতিবার বীরভূমের মাড়গ্রাম থানা এলাকার খারপুকুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই জায়গা থেকে ৫ কিলোমিটার দূরেই রামপুরহাট। সেখানে ভোট রয়েছে রবিবার।  


এ দিনই রামপুরহাটের ১৩ নম্বর ওয়ার্ডে বালির ওপর সুতো বাঁধা সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। যদিও পরে পুলিশ জানায়, সুতো জড়ানো ওই বস্তু বোমা নয়।  মঙ্গলবার এই রামপুরহাটেই ৭ নম্বর ওয়ার্ডে  বোমা ফেটে জখম হয় এক বালক। সব মিলিয়ে পুরভোটের আগে এই ঘটনায় শাসকদলকে আক্রমণ করেছে বিরোধীরা।