পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: দুর্ঘটনা এড়াতে পারলেন না ৩ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনার (Bankura Road Accident) শিকার হন তাঁরা। গুরুতর জখম অবস্থায় তিন পরীক্ষার্থীকেই বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। 


কী জানা গেল?
এই রাজ্যে সড়ক দুর্ঘটনা এখন পরিচিত বিষয়। তবে এদিন বাঁকুড়ায় যা ঘটেছে, তার পর ওই তিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর এ বছর পরীক্ষা দেওয়া সম্ভব কিনা তা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা থাকছে। স্থানীয় সূত্রে খবর, এবার বেলিয়াতোড় হাইস্কুলের পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্র হয়েছে ছান্দার উচ্চ বিদ্যালয়ে। বৃহস্পতিবা দুপুরে, সেই মতো, পরীক্ষা দিয়ে ফিরছিলেন বেলিয়াতোড় হাইস্কুলের তিন ছাত্র-- শুভম দাস,  প্রিয়জিৎ গড়াই ও রণিত রক্ষিত। ফেরার পথে একটি মোটরবাইকে চড়েন তাঁরা। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, মুড়াকাটার কাছে একটি টোটোকে বাঁচাতে গিয়ে উল্টো দিক থেকে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ওই বাইকটিতে। ঘটনাস্থলেই ছিটকে পড়েন তিন পরীক্ষার্থী। প্রথমে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বেলিয়ায়তোড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে বেলিয়াতোড় থানার পুলিশ বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যায় ৩ জনকে। আহত তিন ছাত্রর মধ্যে একজনের আঘাত অত্যন্ত গুরুতর বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। কিছু দিন আগে, মাধ্যমিক পরীক্ষা চলাকালীন, প্রায় একই রকম একটি দুর্ঘটনার কথা শোনা গিয়েছিল পুরুলিয়ায়।


জখম মাধ্যমিক পরীক্ষার্থীরা...
সকাল সাড়ে আটটা নাগাদ বলরামপুর বাগমুন্ডি রাজ্য সড়কের কাঁশ বহাল এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটেছিল। জখম পরীক্ষার্থীদের বাড়ি ছিল বলরামপুর ডাভা গ্রামে। বলরামপুরের পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিতে যাওয়া সময় মোটর বাইকে ধাক্কা মারে একটি বাস। ওই বাইকেই ছিল তিন মাধ্যমিক পরীক্ষার্থী। খবর পেয়ে স্থানীয়রা তড়িঘড়ি তাদের বলরামপুর বাঁশগড় হাসপাতালে নিয়ে যান। সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌঁছন বলরামপুর থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী। হাসপাতালে যান বলরামপুরের পাঁচটি পরীক্ষাকেন্দ্রের পরীক্ষক বিশ্বরূপ হালদার। পরীক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করা হয়। পরে জানা যায়, জামশেদপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তারা। জখম সমীর গোপের পরীক্ষাকেন্দ্র লালীমাতি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, প্রদীপ তন্তুবায় ও জয়দেব গোপের পরীক্ষাকেন্দ্র বলরামপুর ফুলচাঁদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।


আরও পড়ুন:সন্দেশখালিতে অবস্থান ঘিরে ধুন্ধুমার, আটক সুকান্ত মজুমদার