সন্দেশখালি: সন্দেশখালি থানার (Sandeshkhali Police Station) সামনে থেকে সুকান্ত মজুমদারকে (Sukanta Majumder Detained) তুলে দিল পুলিশ। আটক করা হল বিজেপি রাজ্য সভাপতিকে। 


তুলে দেওয়া হল সুকান্ত মজুমদারকে: একদিকে ৪৯ দিন ধরে অধরা শেখ শাহজাহান। আরেক দিকে ফেরার তৃণমূল নেতার বাহিনীর বিরুদ্ধে জমেছে নালিশের পাহাড়।  ৯ দিন পর শেষ পর্যন্ত সন্দেশখালি পৌঁছন সুকান্ত মজুমদার। প্রথমে বাধার মুখে পড়লেও শেষ পর্যন্ত জেলবন্দি বিজেপি নেতার বাড়িতে যান তিনি। সেখান থেকে সন্দেশখালি থানায় যেতেই তুলকালাম বাধে। তাঁকে আটকে দেয় পুলিশ। থানায় ঢুকতে না পেরে বাইরেই বসে পড়েন সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতৃত্ব। সুকান্ত মজুমদার হুঁশিয়ারি দেন, শেখ শাহজাহানকে গ্রেফতার করা পর্যন্ত থানার বাইরেই অবস্থান চালিয়ে যাবেন। কিন্তু এক ঘণ্টা পেরোতে না পেরোতেই বদলে যায় ছবিটা। পুলিশ এসে তুলে দেয় বিজেপি রাজ্য সভাপতি সহ বিজেপি নেতৃত্বকে। ১৪৪ ধারা দেখিয়ে রীতিমতো টেনে হিঁচড়ে তুলে দেওয়া হয়। পুলিশের বোটে নিয়ে যাওয়া হয় তাঁকে। সংবাদমাধ্যমকে আটকে দেওয়া হয় জেটিতেই। এই পরিস্থিতিতে থানার বাইরে জুতো নিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা।


পুলিশের বোটে ধামাখালি পর্যন্ত নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয় বিজেপি রাজ্য সভাপতিকে। সুকান্ত মজুমদার বলেন, "জোরকে অবস্থান তোলা হল। রাতভর অবস্থানের কর্মসূচি ছিল। বিজেপিকে পুলিশ ভয় পাচ্ছে। পুলিশ চায় না সত্যি সামনে আসুক। বিরোধীদের উপর বিশেষত বিজেপির উপরই অত্যাচার করতে পারে পুলিশ। বাকি কিছু পারে না। শেখ শাহজাহানকে ধরার সময় পুলিশের এই সক্রিয়তা দেখা যায় না। এই থানার আইসি এবং এসপি-র কল রেকর্ড চেক করা উচিত। তাহলেই শেখ শাহজাহানের খোঁজ পাওয়া যাবে। গ্রেফতার করা হয়েছে। নদীর মাঝে নিয়ে গিয়ে রাখা হল। মিডিয়াকে আসতে দেওয়া হল না। আমাকে গ্রেফতার করে পিআর বন্ডে সই করে ছাড়া হয়েছে। আমার জুতো পরতে দেওয়া হয়নি। নিরাপত্তারক্ষীর জামা ছিঁড়ে দেওয়া হয়েছে।''                        


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।        


আরও পড়ুন: Anurag Thakur On Sandeshkhali: 'বাংলায় শুধু মহিলারা নয়, সংবাদমাধ্যমও সুরক্ষিত নয়' মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর