ভাস্কর মুখোপাধ্যায়, তারাপীঠ: তারাপীঠে (Tarapith) গণধর্ষণের (Gang rape) শিকার হলেন এক গৃহবধূ। এই ঘটনায় দুই নাবালক সহ তিনজনকে গ্রেফতার করেছে তারাপীঠ থানার পুলিশ।
স্থানীয় সূত্রে, জানা গেছে স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক কারণের মনোমালিন্য হয়েছিল। তার সমাধান করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল তিনজনকে। ধৃতদের মধ্যে দুজন নাবালক বলে জানা গেছে। ন্যাক্কারজনক এই ঘটনাটি ঘটেছে বীরভূমের তারাপীঠে। এমনকী ধর্ষণের ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে ওই গৃহবধূকে মুখ বন্ধ রাখার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। সোমবার রাতে নির্যাতিতা গৃহবধূ তারাপীঠ থানা গণধর্ষণের অভিযোগ জানান। তার ভিত্তিতে তিনজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযোগ, লক্ষ্মীপুজোর দিন স্বামীর সঙ্গে ঝগড়া হয় ওই গৃহবধূর। এর জেরে মায়ের সঙ্গে তারাপীঠ চলে যান ওই মহিলা। সেখানে যাওয়ার পর স্বামী ও স্ত্রীর মধ্যে হওয়া ঝগড়ার সমাধান করে দেওয়ার প্রতিশ্রুতি দেয় স্বামীর পরিচিত ওই তিন জন। তারপর বুধবার তারাপীঠ এলাকার এক ফাঁকা বাড়িতে তিন অভিযুক্ত ওই মহিলাকে ডেকে পাঠান। সেখানে যাওয়ার পর ওই গৃহবধূকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
ওই গৃহবধূকে গণধর্ষণ করার পর সেই ঘটনার দৃশ্য ভিডিও করে রাখে অভিযুক্তরা। পাশাপাশি হুমকি দেয় এই ঘটনায় মুখ খুললে গণধর্ষণের ভিডিও নির্যাতিতার শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেওয়ার হুমকি দেয়। পরে বিষয়টি জানাজানি হওয়ার পর মল্লারপুর থানায় মৌখিকভাবে ঘটনাটির কথা জানান গৃহবধৃর স্বামী। কিন্তু, মল্লারপুর থানার তরফে জানানো হয় গণধর্ষণের ঘটনাটি তারাপীঠে হওয়ায় মল্লারপুর থানার জায়গায় অভিযোগ জানাতে হবে তারাপীঠ থানায়। পুলিশের পরামর্শ মতো গতকাল অর্থাৎ সোমবার রাতে তারাপীঠ থানায় তিনজনের নামে অভিযোগ দায়ের করেন নির্যাতিতার। তার ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে বিষয়টি জানাজানি হওয়ার পর উত্তেজনার সৃষ্টি হয়েছে তারাপীঠ চত্বরে। দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তদের মধ্যে একজন নির্যাতিতার স্বামীর পরিচিত বলে জানা গেছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।