ভাস্কর মুখোপাধ্য়ায়, বীরভূম : আর জি কর কাণ্ডের ক্ষতে সময় প্রলেপ দিতে পারেনি, বরং প্রতিদিনই তীব্র হচ্ছে যন্ত্রণা। পশ্চিমবঙ্গের জেলা জেলা থেকে, প্রতিদিনই উঠে আসছে ধর্ষণ বা ধর্ষণের চেষ্টার অভিযোগ। লালসার হাত থেকে পার পাচ্ছে না ফুলের মতো শিশু থেকে প্রৌঢ়া। ভয়াবহতা বাড়ছে ক্রমশ। এবার বিকৃতমনস্কদের নিশানায় ১৭ বছরের মেয়ে। রাতে টিউশন পড়ে ফেরার সময় ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হল তাঁকে। 


১৭ বছরের স্কুলছাত্রীর রাস্তা আটকে ধরে তারই প্রতিবেশী দুই যুবক। অভিযোগ, তাকে জোর করে পার্শ্ববর্তী রাস্তায় নিয়ে গিয়ে জোর পোশাক ছিঁড়ে ফেলা হয়। ভয়ে আতঙ্কে কখনও চিৎকার, কখনও কাকুতি-মিনতি করছিল মেয়েটি। তখন তার  মুখে কাপড় গুঁজে দিয়ে  গণধর্ষণের চেষ্টা করে যুবকরা।  অভিযোগ, এরা দুজনেই অভিযোগকারিণীর প্রতিবেশী ।


নাবালিকার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। এরপর আরও এক তিক্ত অভিজ্ঞতার শিকার হতে হয় অভিযোগকারিণীকে।  অভিযোগ, কালীপুজো উপলক্ষ্যে দুবরাজপুর থানায় গানের অনুষ্ঠান চলায় অভিযোগ নিতে টালবাহানা করে পুলিশ।


প্রতিবাদে থানার সামনে ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে নাবালিকার পরিবার ও প্রতিবেশীরা। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। জমায়েত হঠাতে লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ। তারপর রাতে দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের হয়।


মেডিক্যাল পরীক্ষা হয় স্কুলছাত্রীর। স্থানীয়দের দাবি, দুবরাজপুর থানায় গত ৬ দিন ধরে কালীপুজো চলছে। এই নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল ও বিজেপিও।   


হবিবপুরেও নারী নির্যাতন


শুধু বীরভূমের দুবরাজপুরই নয় মালদার হবিবপুরেও নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। অভিযোগ,  কালীপুজোর দিনে ফাঁকা বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। এক্ষেত্রেও অভিযুক্ত নির্যাতিতার প্রতিবেশী। নির্যাতিতার অভিযোগ, প্রতিবাদ করায়, বাড়িতে চড়াও হয়ে তাঁর মা-বাবাকে মারধর করা হয়। পরের দিন হবিবপুর থানায় অভিযোগ জানাতে গেলে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয় নির্যাতিতাকে। পরে অভিযোগ নিলেও অভিযুক্ত সিভিকের বিরুদ্ধে পুলিশ কোনও ব্যবস্থাই নেয়নি। এমনকী, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার অভিযোগ প্রত্যাহারের জন্য হুমকিও দেয় বলে নির্যাতিতার দাবি। হবিবপুর থানার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে গতকাল মালদা জেলার পুলিশ সুপার প্রদীপকুমার যাদবের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। অভিযুক্ত সিভিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও তিনি ফোন ধরেননি। 


আরও পড়ুন, 'নির্লজ্জ..',বাংলার ফুটবল ইতিহাসে বেনজির ঘটনায় সরব শুভেন্দু 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।