শিবাশিস মৌলিক, কলকাতা: শহর কলকাতায় (Kolkata) নেশার আসরে খুনের অভিযোগ। মাত্র ৩৩ বছর বয়সী যুবক খুন (Youth Murder) হলেন নেশার আসরে, অভিযোগ উঠল এমনটাই।


নেশার আসরে যুবক খুন


উল্টোডাঙা থানা (Ultadanga Police Station) এলাকায় নেশার আসরে যুবক খুনের অভিযোগ উঠল। ধারাল অস্ত্রের কোপে যুবককে খুন করা হয়েছে বলে জানা যাচ্ছে। মৃত যুবকের নাম আশরাফ আলি। তিনি দক্ষিণদাঁড়ির বাসিন্দা। 


ঘটনাটি ঘটেছে বেলগাছিয়ায় কলকাতা স্টেশন সংলগ্ন মির্জা বাগান এলাকায়। সেখানেই বসেছিল নেশার আসর। মদ খাওয়ার সময় বচসা থেকে হামলা হয়েছে বলেই অনুমান পুলিশের। 


বেলগাছিয়ায় কলকাতা স্টেশন সংলগ্ন যে 'রেল ইয়ার্ড' সেই এলাকায় ঘটনাটি ঘটেছে। এখানেই নেশার আসর চলছিল বলে অভিযোগ। সেখানে সন্ধ্যা ৭টা নাগাদ একটি দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরাই পুলিশকে খবর দেন। যে অংশে দেহ মিলেছে সেখানটি ঘিরে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন কলকাতা পুলিশের আধিকারিকেরা। তাঁদের অনুমান, আসরে বচসার জেরেই নেশার সঙ্গী ওই যুবকের ওপর ছুরি জাতীয় ধারালো কোনও অস্ত্র নিয়ে চড়াও হয়। তার ফলেই মৃত্যু হয়েছে বলে মনে করা হয়েছে। এই ভিত্তিতে ইতিমধ্যেই একজনকে আটক করেছে পুলিশ।                                                       


পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই একজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তাঁরা। মৃতের দেহে কুপিয়ে আঘাতের চিহ্ন মিলেছে। 


আরও পড়ুন: Nisith Pramanick : পঞ্চায়েত নির্বাচনে কোচবিহারের মাটি থেকে তৃণমূলকে সাফ করার হুঁশিয়ারি নিশীথ প্রামাণিকের


অন্যদিকে, মুর্শিদাবাদের হরিহরপাড়ায় তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের ঘটনা ঘটে। গভীর রাতে বাড়িতে ঢুকে তৃণমূল কর্মীকে এলোপাথাড়ি কোপ মারা হয়। যারপরই সেখান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।                          


'কয়েকমাস আগে এশাদুলের ছেলেকে খুনের চেষ্টার অভিযোগ করা হয়', অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছিল অভিযুক্তরা, দাবি নিহতর পরিবারের। হামলার নেপথ্য়ে কংগ্রেস রয়েছে বলে অভিযোগ তৃণমূলের। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। খুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এসপি।