কমলকৃষ্ণ দে, আউশগ্রাম: রাইস মিলে রান্না করার সময় গ্যাস লিক করে আগুন (Rice mill Fire) লাগার জেরে অগ্নিদগ্ধ হয়ে জখম হলেন মহিলা সহ চারজন। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম (Ausgram) থানার বেলাড়ি গ্রামে। বিষয়টিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।
আরও পড়ুন: Suvendu Adhikari: ১৮টি অভিযোগ, বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব শুভেন্দুর
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে আউশগ্রাম থানার অন্তর্গত বেলাড়ি গ্রামের একটি রাইস মিলে প্রতিদিনের মতো চা করতে গিয়েছিলেন সেখানকার রাঁধুনির দায়িত্বে থাকা একজন মহিলা। ওভেন অন করতেই সিলিন্ডার থেকে গ্যাস লিক হচ্ছে তা বুঝতে পারেন তিনি। সঙ্গে সঙ্গে ওই রাইস মিলে থাকা কয়েকজনকে ডেকে নিয়ে এসে বিষয়টি দেখান। তাঁরা এসে সামান্য লিক হয়েছে বলে আশ্বস্ত করে ওই মহিলাকে তাঁর কাজ করতে বলেন। সেই কথা শুনে ওই মহিলা গ্যাসের ওভেনে আগুন দিতেই আচমকা তা চারিদিকে ছড়িয়ে পড়ে।
এই ঘটনা ঘটতেই প্রাণ বাঁচানোর তাগিদে চেঁচামেচি শুরু করে দেন রান্নার দায়িত্বে থাকা ওই মহিলা। সেই চিৎকার শুনে তাঁকে বাঁচাতে এসে অগ্নিদগ্ধ হয়ে জখম হন আরও তিনজন। বিষয়টি দেখতে পেয়ে তাঁদের সবাইকে এসে উদ্ধার করেন রাইস মিলে থাকা অন্য শ্রমিকরা। তারপর জখমদের বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা।
এদিকে রাইস মিলে এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় বেলাড়ি গ্রামে বসবাসকারী বাসিন্দাদের মধ্যে। রাঁধুনি গ্যাস লিক করছে বলার পরেও কেন তাঁকে চা করতে পাঠানো হল তা নিয়ে উঠছে প্রশ্ন। বিভিন্ন রাইস মিলের মালিকরা বেশি মুনাফা করার নেশায় কর্মীদের নিরাপত্তার দিকে কোনওরকম খেয়াল রাখেন না বলেও অভিযোগ উঠছে। এদিকে আগুন লাগার এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। কার গাফিলতিতে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Anubrata Mondal: গরুপাচার মামলায় জামিন অনুব্রতর, নিষ্কৃতি তিহাড় থেকে