সৌভিক মজুমদার, কলকাতা: ১৮৩ জনের পর নবম-দশমে বেআইনিভাবে চাকরি পাওয়া আরও ৪০ জনের হদিশ মিলল (SSC Case)। সূত্রের খবর, OMR শিটে কারচুপি করেই ৪০ জনকে চাকরির সুপারিশ করেছিল SSC। সোমবার OMR শিট সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা দেবে সিবিআই (CBI)।


OMR শিটে কারচুপি করে ৪০ জনকে চাকরির সুপারিশ করেছিল SSC!


বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Judge Abhijit Ganguly) নির্দেশে বৃহস্পতিবার, নবম-দশমে বেআইনি ভাবে নিয়োগ পাওয়া ১৮৩ জনের নামের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। এ বার নবম-দশমে বেআইনিভাবে চাকরি পাওয়া আরও ৪০ জনের হদিশ মিলল। 


সূত্রের খবর, OMR শিটে কারচুপি করেই ৪০ জনকে চাকরির সুপারিশ করেছিল SSC। সব মিলিয়ে, এই নিয়ে নবম-দশমে ২২৩ জন বেআইনিভাবে চাকরিপ্রাপকের হদিশ মিলল। 


সম্প্রতি, নবম-দশমে নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে উঠে আসে OMR শিটের প্রসঙ্গ। এরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন যে, গাজিয়াবাদ এবং কমিশনের দফতর থেকে বাজেয়াপ্ত করা হার্ডডিস্ক থেকে OMR শিটের যে নমুনা উদ্ধার হয়েছে, তা খতিয়ে দেখে রিপোর্ট দেবে CBI.


আরও পড়ুন: Suvendu Adhikari: ভূপতিনগরে এনআইএ চেয়ে শাহকে চিঠি শুভেন্দুর, এই কি ডিসেম্বর-চক্রান্ত! প্রশ্ন তৃণমূলের


নিয়োগ দুর্নীতির রহস্যের জট খুলতে OMR শিট নিয়ে, শুক্রবার করুণাময়ীতে SSC-র দফতরে বৈঠকে বসে CBI, মধ্যশিক্ষা পর্ষদ ও মামলাকারীর আইনজীবী। সূত্রের খবর, কলকাতা হাইকোর্টের নির্দেশে ওই বৈঠকে, CBI তদন্তে উঠে আসা নবম ও দশমের ৪০টি OMR শিটের নমুনা নিয়ে আলোচনা হয়।


এই ৪০ জনের মধ্যে ২০ জন প্যানেলভুক্ত। বাকি ২০ জন ওয়েটিং লিস্টে ছিলেন। তবে, সকলেই সুপারিশপত্র পেয়েছিলেন। OMR-এ কারচুপি করে প্যানেলে নাম তোলা হয়েছিল বলে অভিযোগ। কিন্তু ওই ৪০ জনের সুপারিশ কি স্কুল সার্ভিস কমিশন করেছিল? ৪০ জনই কি মধ্যশিক্ষা পর্ষদ থেকে নিয়োগপত্র পেয়েছিলেন? তাঁরা কি চাকরিতে যোগ দিয়েছিলেন? চাকরিতে যোগ দিয়ে থাকলে, তাঁরা কোন কোন স্কুলে কর্মরত রয়েছেন? বৈঠকে এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা হয়।


এই ৪০ জনের মধ্যে ২০ জন প্যানেলভুক্ত, বাকি ২০ জন ওয়েটিং লিস্টে ছিলেন


সূত্রের খবর, সেখানে জানা যায়, ৪০ জনের মধ্যে বাংলার শিক্ষক রয়েছেন ২১ জন।  ইতিহাসের ১০ জন। জীবন বিজ্ঞানের ৩ জন। ইংরেজির শিক্ষক রয়েছেন ৪জন। ভৌতবিজ্ঞান ও ভূগোলের শিক্ষক রয়েছেন ১ জন করে। সোমবার, OMR শিট সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা দেবে সিবিআই।