মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: পুকুরে মাছ ধরার জালে ওটা কী? কাছে যেতেই নজরে এল, সে এক বিশাল ময়াল সাপ (Python In Fishing Net)। লম্বায় ৫ ফুট, ওজন ৫ কিলোগ্রাম। দুর্গাপুরের (Durgpur  Kanksa Bamunara Industrial Park)  কাঁকসা বামুনারা  শিল্পতালুকে সাপটি ধরার খবর ছড়াতেই চাঞ্চল্য তৈরি হয়। ছুটে আসেন গ্রামবাসীরা। মাছের জালে ময়াল ধরার ছবি দেখতে ভিড়ে জমে যায়।


কী জানা গেল?
ময়াল ধরা পড়ার খবর পেয়ে ছুটে আসেন বনদফতরের কর্মীরা। পরে অবশ্য গোপালপুর বনবিভাগ দফতরের কর্মিদের হাতে তুলে দেওয়া হয় ময়ালটিকে। এর আগেও কাঁকসা এলাকার ওই জঙ্গলমহলে বহুবার জনবসতি এলাকা থেকে পাইথন বা ময়াল উদ্ধার হয়েছে। বন দফতর সূত্রে খবর, কাঁকসার জঙ্গল এলাকার ভিতরেই সাপটিকে ছেড়ে দেওয়া হবে। বনকর্মীদের ধারণা, খাবারের খোঁজেই এই ময়ালগুলি মাঝেমধ্যে জনবসতি এলাকায় চলে আসে। গত সেপ্টেম্বরে কাঁকসা এলাকারই তেলিপাড়া এলাকায় মাছের জালে আটকে যায় এক অজগর। সে বারও বনকর্মীরা এসে প্রাণীটিকে উদ্ধার করে। 


মাসদুয়েক আগেও এক ঘটনা..
স্থানীয়দের ধারণা, সে বার খাবারের সন্ধানে কাঁকসার একটি জলাশয়ে চলে এসেছিল অজগরটি। তার পর মাছের জালে আটকে যায়। বিশালাকার সাপটিকে মাছের জালে ছটফট করতে দেখে ঘটনার দিন সকালে কাঁকসার তেলিপাড়া এলাকায় হইচই শুরু হয়ে গিয়েছিল। তড়িঘড়ি পানাগড় বন বিভাগে খবর দেওয়া হয়। বন দফতরের কর্মীরা পরে জাল থেকে অজগরটিকে উদ্ধার করে। তাঁদের বক্তব্য, সুস্থ অবস্থাতেই সাপটিকে উদ্ধার করা গিয়েছিল। পরে সেটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। যদিও, এদিনের মতো সে বারও তাকে দেখতে সকাল থেকে ভিড় জমান এলাকাবাসীরা। তখনও কাঁকসার জঙ্গল লাগোয়া বেশ কয়েক জায়গায়, অজগর দেখতে যাওয়ার ঘটনা আলোচনা হয়েছে। স্থানীয়দের বক্তব্য, বর্ষায় বিভিন্ন গর্ত জলপূর্ণ হয়ে যাওয়ায় খাবারের সন্ধানে মাঝেমধ্যেই লোকালয়ে ঢুকে পড়ে পাইথন। হাঁস, মুরগি বা ছোট ছাগলছানা খেয়ে ফেলে। সেপ্টেম্বরেও সম্ভবত সেই লোভেই জলাশয়ে চলে এসেছিল সেটি। গত বছর, জুলাই মাসে প্রায় একই রকম ঘটনা ঘটেছিল দুর্গাপুরের কোকওভেন থানা এলাকায়। সে বার মাছ ধরার জালে উঠে আসে বিশালাকৃতি ময়াল সাপ। সে বার দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত রাতুড়িয়া গ্রাম সংলগ্ন দামোদর নদের জলে মাছ ধরার জন্য জাল ফেলা হয়েছিল। দিনটি ছিল রবিবার। ভাল মাছের আশাতেই জালা ফেলা হয়েছিল দামোদর নদে। এদিকে ভোর ভোর জালে টান আসায় প্রথমে বড় মাছ উঠেছে মনে হয় বলেই টান দেওয়া হয়। নদী থেকে জাল তুলতেই ভয়ে কেঁপে উঠেছিলেন সকলে। জালে ছিল বিশালাকার এক ময়াল সাপ।


আরও পড়ুন:SSC নিয়োগ দুর্নীতি মামলার জন্য গঠন হল নতুন ডিভিশন বেঞ্চ