সুকান্ত মুখোপাধ্যায়, আমডাঙা : জয়নগরের পর এবার আমডাঙা। ফের খুন তৃণমূল নেতা । জয়নগরকাণ্ডে তোলপাড়ের মধ্যেই আমডাঙায় খুন শাসক নেতা । নিহতের নাম-রূপচাঁদ মণ্ডল। ঘটনায় গ্রেফতার করা হয়েছে এফআইআরে নাম থাকা এক অভিযুক্তকে। ধৃতের নাম আনোয়ার হুসেন। দুষ্কৃতীরা তৃণমূল নেতার পূর্ব পরিচিত বলে পুলিশ সূত্রে দাবি। ভরা হাটে পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। গাড়ির নীচে লুকিয়ে প্রাণে বাঁচার চেষ্টা করেন পঞ্চায়েত প্রধান। ঘটনার পর সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে আক্রান্ত তৃণমূল নেতার মৃত্যু হয়।


কিন্তু, কেন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের উপর হামলা তা নিয়ে ঘনীভূত হয়েছে রহস্য । জমি কেনাবেচার সিন্ডিকেট বিবাদে জেরে এই খুন কি না খতিয়ে দেখছে পুলিশ। প্রধান হওয়ার আগে তৃণমূল নেতার বিরুদ্ধে জমি কেনাবেচা-সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ ওঠে বলে সূত্রের খবর। পঞ্চায়েত ভোটের পর দলের হুইপ না মেনে প্রধান হন তৃণমূল নেতা রূপচাঁদ মণ্ডল।


পুলিশ সূত্রে খবর, যেভাবে গোটা ঘটনাটা ঘটেছে, তাতে পূর্ব পরিকল্পনা রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। গতকাল গাড়িতে একাই কামদেবপুরহাটে এসেছিলেন রূপচাঁদ মণ্ডল। ১৫ থেকে ২০ মিনিট এখানে ছিলেন। তার পর নিজের গাড়িতে যখন তিনি উঠে যাচ্ছিলেন, সেই সময় পেছন থেকে এসে হামলা করা হয়। একের পর এক বোমা ছোড়া হয়। যার মধ্যে রূপচাঁদের বাঁ কাঁধে স্প্লিন্টার লেগে তা থেকে রক্তপাত হয়। তার জেরেই তাঁর মৃত্যু হয়েছে। কী কারণে এই খুন তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। তবে, এই ঘটনায় ইতিমধ্যে চার জনের নামে এফআইআর রুজু করা হয়েছে। তার মধ্যে গ্রেফতার করা হয়েছে এক জনকে। যার নাম আনোয়ার হোসেন। এই এফআইআর তালিকায় রয়েছে তোহেব হোসেন। যার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন রূপচাঁদ মণ্ডলের বাবা। তিনি অভিযোগ করছেন, বেশ কয়েক মাস আগে তোহেব হোসেনের তরফে বাড়িতে গিয়ে রূপচাঁদ মণ্ডলকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। এছাড়া আফতাব এবং পাপ্পু নামে আরও দুই জনের এফআইআরে নাম রয়েছে। এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ব্যক্তিগত শত্রুতা না রাজনৈতিক শত্রুতার জেরে এই খুন, তা খতিয়ে দেখা হচ্ছে। একটি জমি কেনাকে কেন্দ্র করে তোহেব হোসেনের সঙ্গে বেশ কয়েক মাস আগে থেকে গণ্ডগোল চলছিল রূপচাঁদের। অন্যদিকে, গত অগাস্ট মাসে দলের হুইপকে আমান্য করে তাঁকে পঞ্চায়েত প্রধান করা হয়েছিল। তাই, এর নেপথ্যে রাজনৈতিক কোনও যোগ রয়েছে কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে।


খুব কম সময়ের মধ্যে জনবহুল এলাকায় রূপচাঁদকে খুন করে খেত ধরে পালিয়ে যায় আততায়ীরা। এদিন সকালে সেখান থেকে ২টি বোমাও পাওয়া যায়। এই পরিস্থিতিতে ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে চায় পুলিশ।