কলকাতা: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের বেঙ্গল সার্কলের ৫৮ তম বার্ষিক সাধারণ সভা। নজরুল মঞ্চে হল জমজমাট অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে ছিল প্রফুল্লচন্দ্র রায়ের স্মৃতি বিজড়িত বেঙ্গল কেমিক্যালস-এর স্টল। 


রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে বার বার সরব হয়েছে State Bank of India Officers Association বা SBIOA। শুক্রবার নজরুল মঞ্চে অনুষ্ঠিত হল SBIOA-এর বেঙ্গল সার্কলের ৫৮ তম বার্ষিক সাধারণ সভা। সেখানেও শোনা গেল প্রতিবাদের সেই ভাষা।
 
SBIOA এর বেঙ্গল সার্কলের সাধারণ সম্পাদক শুভজ্যোতি চট্টোপাধ্যায় বলেন, 'ভারতবর্ষে যেভাবে এখন চলছে, এই সময়ে দাঁড়িয়ে বর্তমান কেন্দ্রীয় সরকারের যে বক্তব্য, যে ব্যাঙ্ক বেসরকারিকরণ। সরকারের এই পরিকল্পনাকে প্রতিহত করবার জন্য, প্রতিরোধ করবার জন্য আজকের এই সভা থেকে আমরা শপথ নেব। এবং আমরা মানুষকে সঙ্গে নিয়ে যাতে আগামীদিনের এই আন্দোলনকে আরও জোরদার করে তুলতে পারি, তারও আমরা পরিকল্পনা গ্রহণ করব আজকের এই সভা থেকে।' 


সংগঠনের সাংস্কৃতিক শাখা সৃজনের উদ্যোগে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রফুল্লচন্দ্র রায়ের স্মৃতি বিজড়িত বেঙ্গল কেমিক্যালস এর জন্যে স্টলের ব্যাবস্থা করা হয়।    


আরও পড়ুন, ডিভিডেন্ড মিলবে এই শেয়ারে, ঘোষণা সংস্থার ! আপনার পোর্টফোলিওতে আছে ? 


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে