রঞ্জিত সাউ, ভাঙড় (দক্ষিণ ২৪ পরগনা): ভাঙড়ে জল নিকাশি নিয়ে বিবাদের জেরে গুলি ও বোমাবাজির ঘটনায় তৃণমূল নেতা-সহ মোট ৬ জনকে গ্রেফতার করা হল। পাকড়াও করেছে কাশীপুর থানার পুলিশ।
ধৃতদের মধ্যে রয়েছেন ভোগালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মান্যবর মণ্ডল। বৃহস্পতিবার, চিলেতলা ও বানিয়াড়া, পাশাপাশি দুই গ্রামের বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। স্থানীয় সূত্রে খবর, জমা জলকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত হয়।
গত নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে ভাঙড়ের বিস্তীর্ণ এলাকা। বহু বাড়ির একতলায় জল উঠে যায়। জলমগ্ন হয়ে পড়ে চাষের জমি। এই পরিস্থিতিতে, জল বের করার জন্য, বৃহস্পতিবার সকালে গ্রামের একটি রাস্তা কেটে দেন চিলেতলা গ্রামের বাসিন্দারা। তাতেই আপত্তি জানান, পাশের বানিয়াড়া গ্রামের বাসিন্দারা। তাঁদের দাবি, রাস্তা কাটলে, গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। এক ঘণ্টার মধ্যে ফের মাটি ফেলে, ফের রাস্তার কাটা অংশ বুজিয়ে দেন তাঁরা। কিন্তু, কয়েক ঘণ্টার মধ্যে, ফের রাস্তা কেটে দেয় চিলেতলা গ্রামের বাসিন্দারা। অভিযোগ, এরপরই আগ্নেয়াস্ত্র, বোমাবাজি নিয়ে এলাকায় তাণ্ডব শুরু করেন বানিয়াড়ার গ্রামের কয়েকজন গ্রামবাসী।
শুক্রবার সকালে ওই অঞ্চলে গিয়ে দেখা যায়, এলাকায় তাজা বোমার দাগ। এদিক ওদিক পড়ে রয়েছে সুতলি। এলাকা থেকে উদ্ধার করা হয়েছে তাজা বোমা।
চিলেতলা গ্রামের বাসিন্দাদের অভিযোগ, বোমা ফাটায় তাতে একজন আহত হয়েছেন। পুলিশ এসে কয়েকজনকে নিয়ে যায়। পাল্টা অপরপক্ষের দাবি, তাঁদের না জানিয়েই রাস্তা কাটা হয়েছে। ফলে, চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে তাঁদের। এমন ঘটনায় শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। ঘটনার পর গতকালই এলাকায় পৌঁছে যায় কাশীপুর থানার পুলিশ। বেশ কয়েকজনকে আটক করা হয়।