সুনীত হালদার, হাওড়া: কোনা এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় কমপক্ষে জখম হলেন ৬ জন যাত্রী। আজ বেলা ১১টা নাগাদ সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে একটি যাত্রীবাহী বাস ধর্মতলা থেকে আসানসোল যাওয়ার পথে কোনা এক্সপ্রেসওয়ের খেজুরতলায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি ল্যাম্পপোস্টে ধাক্কা মারে। তাতেই ৬ জন যাত্রী জখম হন।


কী জানা গেল?
জখম কারও মাথা ফেটে যায়, কারও আবার হাত-পায়ে চোট লাগে। আহতদের হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা যায়, সিগনালে দাঁড়িয়ে থাকা দুটি মোটর সাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ওই সরকারি বাস ধাক্কা মারে ডিভাইডারের পাশের ল্যাম্পপোস্টে। বাসের ব্রেক ফেল করাতেই এই দুর্ঘটনা, ধারণা পুলিশের। পুলিশ বাসটিকে আটক করেছে। প্রাথমিকভাবে ট্রাফিক পুলিশ মনে করছে, বাসের যান্ত্রিক ত্রুটির জন্য এই দুর্ঘটনা। রাজ্যে সড়ক দুর্ঘটনা অপরিচিত তো নয়ই, বরং প্রায় প্রত্যেক দিনেরই চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। দিনদুয়েক আগেই যেমন টায়ার পাংচার হয়ে নয়ানজুলিতে পড়ে যায় দিঘা-কলকাতা এসি বাস। আহত হন ১০ থেকে ১২ জন বাস যাত্রী। এর মধ্যে গুরুতর জখম হন ২ জন। তাঁদের আইসিইউতে ভর্তি করা হয়। দুর্ঘটনাটি ঘটেছিল দিঘা-কাঁথি জাতীয় সড়কে। রাতে দিঘা থেকে কলকাতা আসার পথে টায়ার পাংচার হয়ে জাতীয় সড়কের পাশে নয়ানজুলিতে পড়ে যায় বাসটি। দুর্ঘটনার জেরে এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে রামনগর থানার পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে এলাকা যানজটমুক্ত করে।  


বার বার ঘটনা...
চলতি মাসের শুরুতেই একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল, যার রেশ এখনও কাটেনি। সে বার দিঘা থেকে একটি বেসরকারি বাস যাত্রীদের নিয়ে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি পিক আপ ভ্যান সজোরে বাসটিকে ধাক্কা মারে। ঘটনার খবর পেতেই স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। স্থানীয়দের দাবি প্রচণ্ড গতিতে থাকা পিক আপ ভ্যানটির চাকা ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে যাওয়া বেসরকারি বাসে ধাক্কা মারে ওই পিক আপ ভ্যান। আর এরপরেই মর্মান্তিক পথ দুর্ঘটনার শিকার হতে হয়।  যদিও এখানেই শেষ নয়, উদাহরণ রয়েছে আরও ভুরিভুরি। প্রসঙ্গত, সচেতনতা বাড়িয়ে দিতে, সেফ ড্রাইভ, সেভ লাইফ নিয়ে উদ্যোগের শেষ নেই রাজ্যের পুলিশ প্রশাসনের। তারপরেও বারবার দুর্ঘটনার ছবি প্রকাশ্যে আসছে। 


আরও পড়ুন:আইসিসিইউ-র বেড থেকে রক্ত বিক্রি ! সাগর দত্ত হাসপাতালে দালালরাজের অভিযোগ মদন মিত্রর