By Election 2023 Live: কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় উপনির্বাচন ধূপগুড়িতে

Dhupguri By Poll 2023 Live: পঞ্চায়েতের হিংসার আতঙ্ক নিয়েই আজ ধূপগুড়িতে উপনির্বাচন।

ABP Ananda Last Updated: 05 Sep 2023 05:08 PM

প্রেক্ষাপট

কলকাতা: পঞ্চায়েতের হিংসার (Election Violence) আতঙ্ক নিয়েই আজ ধূপগুড়িতে উপনির্বাচন। কেন্দ্রীয় বাহিনী থাকা সত্বেও, উদ্বেগে ভোটার থেকে ভোটকর্মীরা। আজ উত্তরপ্রদেশ-সহ (Uttarpradesh)  ৬ রাজ্যের ৭টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ইন্ডিয়া জোট গঠনের পর...More

Dhupguri By Poll News Live: একনজরে ধূপগুড়ি বিধানসভা উপ নির্বাচন

২৪-এর লোকসভা ভোটের আগে রাজ্যের শাসক ও বিরোধীদের কাছে আজকের ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন ক্লাস টেস্ট। পাহাড় লাগোয়া ধূপগুড়ি বিধানসভায় লড়াই এবার ত্রিমুখী। ২০২১-এর বিধানসভা নির্বাচনে এই আসনে বিজেপির টিকিটে জয়ী হন বিষ্ণুপদ রায়। তাঁর মৃত্যুতে এই উপনির্বাচন। বিজেপি প্রার্থী করেছে কাশ্মীরে নিহত জওয়ানের স্ত্রী তাপসী রায়কে। তৃণমূলের প্রার্থী অধ্যাপক নির্মলচন্দ্র রায়। কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভাওয়াইয়া গানের শিল্পী তথা শিক্ষক ঈশ্বরচন্দ্র রায়। এর মধ্যেই ভোটের দু’দিন আগে রবিবার প্রাক্তন তৃণমূল বিধায়ক মিতালি রায় যোগ দেন বিজেপিতে। অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সভায় তৃণমূলে যোগ দেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি দীপেন প্রামাণিক। এবার ধূপগুড়ি বিধানসভার রাশ কার হাতে যাবে, তা জানা যাবে ৮ সেপ্টেম্বর। নির্বাচন চলাকালীন ধূপগুড়ি উপনির্বাচনের বিজেপি প্রার্থীকে আইনের পাঠ শেখান জলপাইগুড়ির অ্যাডিশনাল পুলিশ সুপার। এদিন বৈরাটিগুড়ি হাইস্কুলে পুলিশ কর্তার সঙ্গে বচসায় জড়ান বিজেপি প্রার্থী তাপসী রায়। সংবাদ মাধ্যমে খবর দেখে ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।