West Bengal News Live Updates: টোটোতে বাসের ধাক্কা, ইসলামপুরে ২ শিশুর মৃত্যু, ৮ জন আহত

WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।

ABP Ananda Last Updated: 28 Dec 2024 11:54 PM
WB News Live Update: টোটোতে বাসের ধাক্কা, ইসলামপুরে ২ শিশুর মৃত্যু, ৮ জন আহত

টোটোতে বাসের ধাক্কা, ইসলামপুরে ২ শিশুর মৃত্যু, ৮ জন আহত। প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ-বিক্ষোভ। শিলিগুড়ি থেকে রায়গঞ্জ যাওয়ার সময় ইসলামপুরে টোটোয় বাসের ধাক্কা।

West Bengal News Live: এবার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর দ্বারস্থ SLST চাকরিপ্রাপকরা

এবার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর দ্বারস্থ SLST চাকরিপ্রাপকরা। সুকান্ত মজুমদারের সঙ্গে সাক্ষাৎ আন্দোলনকারীদের। আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা সুকান্ত মজুমদারের। 'আন্দোলনকারীদের দাবিদাওয়া উপযুক্ত জায়গায় পৌঁছে দেব'। যোগ্যদের চাকরি থাকুক, অযোগ্যদের বাতিল হোক: সুকান্ত।

WB News Live Update: বাংলাদেশে যাওয়ার সিদ্ধান্ত ধর্মগুরুদের, কথা বলবেন অন্তর্বর্তী সরকারের সঙ্গে

বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তা অত্য়ন্ত উদ্বেগজনক। এই পরিস্থিতিতে এবার সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিলেন সব ধর্মগুরুরা। সূত্রের খবর, সেখানেই সিদ্ধান্ত হয়েছে, বাংলাদেশে গিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলবেন তারা। পাশাপাশি সংখ্য়ালঘু-নিপীড়িতদের সঙ্গেও কথা বলবেন তাঁরা।

West Bengal News Live: বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিমের টার্গেট পশ্চিমবঙ্গ ? গোয়েন্দাদের হাতে চাঞ্চল্যকর তথ্য

বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিমের টার্গেট পশ্চিমবঙ্গ ? মুর্শিদাবাদ সহ কয়েক জায়গায় আনসারুল্লা বাংলার ভাবধারা প্রচারের পরিকল্পনা ? সংগঠন বাড়াতে বাংলায় সদস্য সংগ্রহের কাজ শুরু ? গোয়েন্দাদের হাতে চাঞ্চল্যকর তথ্য। মুর্শিদাবাদে ধৃত আব্বাস আলির বাড়ি থেকে উদ্ধার জসিমুদ্দিন রহমানির লেখা বই।
আনসারুল্লা বাংলা টিমের প্রধান জসিমুদ্দিন রহমানি। হরিহরপাড়ার আব্বাস আলির বাড়ি থেকে উদ্ধার জসিমুদ্দিন রহমানির বই। ধৃত আরও ২ জঙ্গি নুর ইসলাম মণ্ডল ও মুজিবর রহমানও এসেছিল মুর্শিদাবাদে। আব্বাস ও মিনারুলের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছিল ২ জঙ্গি । বাংলায় জোর কদমে চলছিল স্লিপার সেল তৈরির কাজ: সূত্র।
মাদ্রাসার আড়ালে চলছিল মগজধোলাই: সূত্র।

WB News Live Update: '২০১৭ সালে আধার ও প্যান কার্ড বানান', পার্ক স্ট্রিট থেকে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য

পার্ক স্ট্রিট থেকে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য । '২০১৭ সালে আধার ও প্যান কার্ড বানান ধৃত আবিদুর রহমান'। 'বারাসাত থেকে রাজু নামে এক যুবক ওই জাল নথি তৈরি করে'। 'মধ্যমগ্রামের দেবগড়ের ঠিকানা ব্যবহার করে আধার কার্ড'। 'কলকাতায় এক বছর ধরে থাকছিলেন আবিদুর'। '২ মাস অন্তর বাড়ির ঠিকানা বদল করতেন ধৃত অনুপ্রবেশকারী'। 'বন্দর এলাকার বিভিন্ন ঠিকানায় থাকতেন আবিদুর'। পাকাপাকিভাবে ভারতে থেকে যাওয়ার পরিকল্পনা ছিল আবিদুরের: পুলিশ সূত্র।

West Bengal News Live: ফের মুর্শিদাবাদ থেকে গ্রেফতার ৩ বাংলাদেশি অনুুপ্রবেশকারী

ফের মুর্শিদাবাদ থেকে গ্রেফতার ৩ বাংলাদেশি অনুুপ্রবেশকারী। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী জলঙ্গিতে অভিযান BSF-এর। পাকড়াও করা হয় কামাল হোসেন, শাহাদাত আলি ও হজরত আলি নামে ৩ জনকে। ধৃত তিন জনেরই বাড়ি বাংলাদেশের রাজশাহি জেলায়। পরে এদের গ্রেফতার করে জলঙ্গি থানার পুলিশ। বহরমপুর আদালতে তোলা হলে ধৃত ৩ বাংলাদেশির চারদিনের পুলিশ হেফাজতের নির্দেশ।


 

WB News Live Update: বাঘিনী-আতঙ্কের মধ্যেই দলমা থেকে খাবারের খোঁজে বাঁকুড়ায় প্রায় ৬২টি হাতির দল

বন দফতরকে কার্যত ঘোল খাইয়ে পালিয়ে বেড়াচ্ছে ওড়িশার সিমলিপাল থেকে পালানো বাঘিনী। আপাতত তার অবস্থান বাঁকুড়ার রানিবাঁধে। সেখানে এবার বাঘের পাশাপাশি হাতির আতঙ্ক। দলমা থেকে খাবারের খোঁজে বাঁকুড়ায় এসেছে প্রায় ৬২টি হাতির দল। দলমার দাঁতালদের ঠিকানা বড়জোড়ার পাবয়ার জঙ্গল। সপ্তাহ দুই আগে হাতির দল পশ্চিম মেদিনীপুরের সীমানা পেরিয়ে ঢুকে পড়ে বাঁকুড়ায়। বিষ্ণুপুর, জয়পুর, সোনামুখীর জঙ্গল পেরিয়ে হাতির দল হাজির হয়েছে বড়জোড়ার পাবয়ার জঙ্গলে। প্রায় এক সপ্তাহ ধরে সেখানেই রয়েছে হাতির দল। তাদের ওই জঙ্গলেই আটকে রাখার চেষ্টা চালাচ্ছে বন দফতর। বাঘের পাশাপাশি এবার হাতির আতঙ্ক জঙ্গলমহলের এই জেলায়।

West Bengal News Live: খাগড়াছড়ির পর নড়াইল, বাংলাদেশে এবার হিন্দু মহিলাকে গণধর্ষণ, খুন !

খাগড়াছড়ির পর নড়াইল, বাংলাদেশে এবার হিন্দু মহিলাকে গণধর্ষণ, খুন ! বাংলাদেশে ফের হিন্দুদের উপর হামলা, এবার গণধর্ষণ-খুন ! নড়াইলে হিন্দু মহিলাকে গণধর্ষণের পর বিষ খাইয়ে খুনের অভিযোগ ! শান্তির নোবেল প্রাপকের শাসনে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার ! 'ইউনিয়ন পরিষদের সদস্যাকে ডেকে পাঠিয়ে গণধর্ষণ।' নির্যাতিতার মুখ বন্ধ করতে বিষ খাইয়ে খুনের অভিযোগ: বাংলাদেশ প্রতিদিন। গতকাল যশোর জেনারেল হাসপাতালে ৫২ বছরের ওই হিন্দু মহিলার মৃত্যু। হিন্দুদের উপর অকথ্য অত্যাচারের খবর সোশাল মিডিয়ায় রিপোস্ট রাধারমণ দাসের, ভয়েস অফ বাংলাদেশি । হিন্দুসের পোস্ট রি-পোস্ট ইসকনের কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্টের।
গণধর্ষণের ঘটনা স্বীকার করেছেন নড়াইল সদর থানার OC।

WB News Live Update: ঘুমপাড়ানি গুলি কি লেগেছে বাঘিনীর গায়ে ? এখনও কোনও খবর নেই বন দফতরের

অবশেষে বাগে বাঘিনী ? ঘুমপাড়ানি গুলিতে বাগে বাঘিনী ? বাঁকুড়ার রানিবাঁধে ঘুমপাড়ানি গুলি। ঘুমপাড়ানি গুলি কি লেগেছে বাঘিনীর গায়ে ? এখনও কোনও খবর নেই বন দফতরের।

West Bengal News Live: কালিম্পঙের ১১ মাইল এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে ভস্মীভূত অনেকগুলি বাড়ি

কালিম্পঙের ১১ মাইল এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে ভস্মীভূত অনেকগুলি বাড়ি। ঘটনাস্থলে দমকলের ২ টি ইঞ্জিন। এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন

প্রেক্ষাপট

কলকাতা : নন্দীগ্রামে তৃণমূলকর্মী খুন, আরও ২ বিজেপি কর্মী গ্রেফতার। ওড়িশার হোটেল থেকে চন্দন দাস, রাজকুমার মণ্ডল গ্রেফতার। গত ৮ ডিসেম্বর সমবায় ভোট ঘিরে অশান্ত হয়ে ওঠে নন্দীগ্রাম। বাড়িতে ঢুকে তৃণমূলকর্মী বিষ্ণুপদ মণ্ডলকে কুপিয়ে খুন করা হয়। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগে জোড়া FIR দায়ে হয়। এই ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে হল ৫। 


বন দফতরকে কার্যত ঘোল খাইয়ে পালিয়ে বেড়াচ্ছে ওড়িশার সিমলিপাল থেকে পালানো বাঘিনী। আপাতত তার অবস্থান বাঁকুড়ার রানিবাঁধে। সেখানে এবার বাঘের পাশাপাশি হাতির আতঙ্ক। দলমা থেকে খাবারের খোঁজে বাঁকুড়ায় এসেছে প্রায় ৬২টি হাতির দল। দলমার দাঁতালদের ঠিকানা বড়জোড়ার পাবয়ার জঙ্গল। সপ্তাহ দুই আগে হাতির দল পশ্চিম মেদিনীপুরের সীমানা পেরিয়ে ঢুকে পড়ে বাঁকুড়ায়। বিষ্ণুপুর, জয়পুর, সোনামুখীর জঙ্গল পেরিয়ে হাতির দল হাজির হয়েছে বড়জোড়ার পাবয়ার জঙ্গলে। প্রায় এক সপ্তাহ ধরে সেখানেই রয়েছে হাতির দল। তাদের ওই জঙ্গলেই আটকে রাখার চেষ্টা চালাচ্ছে বন দফতর। বাঘের পাশাপাশি এবার হাতির আতঙ্ক জঙ্গলমহলের এই জেলায়।  


জঙ্গল সাফারিতে বাঘিনী। ঝাড়গ্রাম, পুুরুলিয়ার পর এবার বাঁকুড়ায় বাঘিনীর আতঙ্ক। বাঘিনীর ভয়ে বাঁকুড়ার গোপালপুরে প্রাথমিক স্কুল শুনশান। ওড়িশার সিমলিপালের জঙ্গল থেকে পালানো বাঘিনীর জঙ্গলমহল সফর চলছেই। এক জেলা থেকে আরেক জেলা, একের পর এক ফাঁদ এড়িয়ে বারবার জায়গা বদল করছে বাঘিনী। ঝাড়গ্রাম, পুরুলিয়ার পর এবার বাঁকুড়া। আজ সকালে রানিবাঁধের গোপালপুর গ্রাম লাগোয়া জঙ্গলে বাঘিনীর গতিবিধি টের পাওয়া গেছে। সিমলিপাল থেকে উধাও হওয়া বাঘিনীর সন্ধান প্রথম মিলেছিল ঝাড়গ্রামের বেলপাহাড়ি ও কাঁকড়াঝোড়ে। এরপর পুরুলিয়ার বান্দোয়ানে পালিয়ে আসে বাঘিনী। গতকাল মানবাজার ২ নম্বর ব্লকের ডাগরডি জঙ্গলে তার নড়াচড়া টের পাওয়া যায়। রাতে বন দফতরের কর্মীদের চোখে ধুলো দিয়ে জাল টপকে পালায় বাঘিনী। আজ সকালে তার ঠিকানা ছিল মানবাজার ১ নম্বর ব্লকের ধানাড়া এলাকা। বন দফতর জানায়, শুশুনিয়া হয়ে মানবাজারে আসার পথে, রাস্তার একাধিক জায়গায় বাঘিনীর পায়ের ছাপ মেলে। এর কিছুক্ষণ পরেই বাঁকুড়ার রানিবাঁধে তার হদিশ মেলে। যদিও এখনও পর্যন্ত দেখা মেলেনি বাঘিনীর।


অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির চেষ্টার ঘটনা। কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে-কে তলব কলকাতা পুলিশের। তলব করল শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। ৩ দিনের মধ্যে থানা হাজিরার নির্দেশ। গতকাল রাতে ই-মেল মারফৎ পাঠানো হয়েছে নোটিস। ঘটনায় ৩ জনকে কিড স্ট্রিটের MLA হস্টেল থেকে গ্রেফতার করা হয়। হোস্টেলের ওই ঘর কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়কের নামে বুক করা হয়, খবর পুলিশ সূত্রে। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.