SSC Scam: পার্থ-অর্পিতার ফ্রিজ করা অ্যাকাউন্টে ৮ কোটি টাকার হদিশ, খবর ইডি সূত্রে

Crores Of Money Seized: SSC দুর্নীতিকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও এবার ৮ কোটি টাকার হদিশ, খবর ইডি সূত্রে।

Continues below advertisement

আবির দত্ত, কলকাতা: SSC দুর্নীতিকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় (partha chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায়ের (arpita mukherjee) ব্যাঙ্ক অ্যাকাউন্টেও (bank account) এবার ৮ কোটি টাকার (8 crore) হদিশ। ইডি সূত্রে দাবি, দু’জনের ফ্রিজ করা অ্যাকাউন্টগুলিতে এই বিপুল পরিমাণ টাকার হদিশ মিলেছে। এই অ্যাকাউন্টগুলির মাধ্যমে কীভাবে এবং কোথায় কোথায় লেনদেন হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। খবর ইডি সূত্রে।

Continues below advertisement

নতুন কী?
পার্থ-অর্পিতার একাধিক অ্যাকাউন্ট এর মধ্যেই ফ্রিজ করেছে ইডি। সেই অ্যাকাউন্টগুলি থেকে ৮ কোটি টাকা পাওয়া গিয়েছে বলে খবর। এই টাকার বৈধ উৎস রয়েছে কিনা, কাগজপত্র-নথিপত্রও জানতে চায় ইডি। সেটাই খতিয়ে  দেখা হবে। সূত্রের খবর, এদিনের বিষয়টি আদালতে জানাতে চলেছেন তদন্তকারীরা। এদিনের মেডিক্যাল পরীক্ষার পর এই বিষয় নিয়েই জেরা করা হবে দুজনকে। পাশাপাশি ফ্রিজ করা অ্যাকাউন্টগুলি ছাড়া তাঁদের আর কোনও গোপন অ্যাকাউন্ট রয়েছে কিনা, তাও জানতে চাওয়া হবে। সূত্রের খবর, লেনদেনের বেশ কিছু তথ্য় এর মধ্যেই ব্যাঙ্কের সূত্রে পেয়েছেন ইডি আধিকারিকরা। তবে এই ৮ কোটি টাকার হিসেব যাতে পার্থ-অর্পিতা দিতে পারেন, সেটা আজ জানতে চাওয়া হবে। নগদ ও অ্যাকাউন্ট মিলিয়ে এত টাকা কীসের জন্য ছিল, সেটিও জানার চেষ্টা হবে। জেরায় কালো টাকার প্রসঙ্গও উঠতে পারে বলে খবর। 

এখনও পর্যন্ত যা...
অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের ডায়মন্ড সিটির ফ্ল্যাট ও বেলঘরিয়ার রথতলার ফ্ল্যাট মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় ৫০ কোটি টাকা নগদ উদ্ধার করেছেন ইডির আধিকারিকরা। মিলেছে বিপুল গয়না। একাধিক জমির দলিল-সহ বেশ কয়েকটি রিয়েল এস্টেট সংস্থার নামও জানতে পেরেছেন তদন্তকারীরা। মিলেছে বেশ কিছু সম্পত্তির হদিশও। সূত্রের খবর, এই টাকার উৎস এখনও স্পষ্ট নয়। সব মিলিয়ে যত দিন গড়াচ্ছে ততই গভীরে পৌঁছচ্ছে দুর্নীতি তদন্তের জাল। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতারির পর থেকেই তোলপাড় রাজ্য রাজনীতি। তার মধ্যে এদিনের নতুন বিস্ফোরক তথ্য।

 

আরও পড়ুন:পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে চোটের অভিযোগ, ট্যুইটারে মুখ্যমন্ত্রীকে কী 'বার্তা' সুকান্ত মজুমদারের?

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola