সুমন ঘড়াই ও অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: মঙ্গলবার (Tuesday) রাজ্য মন্ত্রিসভার বৈঠকে (State Cabinet Meeting) ৯৫টি নতুন পদ সৃষ্টি করা হল। তবে টেকনিক্যাল সমস্যার জন্য ৮১টি পদ নিয়ে কোনও সিদ্ধান্ত এদিন হয়নি। সূত্রের খবর, বাবার মূর্তির তৈরির প্রয়াস নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) তিরষ্কারের মুখে পড়েন মন্ত্রী মানস ভুঁইয়া (Manas Bhunia)। অন্যদিকে, অমর্ত্য সেনকে (Amartya Sen) উচ্ছেদের প্রতিবাদে দলের নেতাদের শান্তিপূর্ণ অবস্থানে বসার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ৯৫টি নতুন পদ তৈরির সিদ্ধান্ত নেওয়া হল। তবে মঙ্গলবার নবান্নে বৈঠকে টেকনিক্যাল সমস্যার জেরে ৮১টি নতুন পদ নিয়ে বাকি সিদ্ধান্ত হয়নি। মন্ত্রিসভার পরবর্তী বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। নিউটাউন (Newtown)-রাজারহাটে (Rajarhat) ৭২ একর জমিতে স্কিল ডেভেলপমেন্ট টাউনশিপ গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে নবান্ন (Nabanna) সূত্রে জানা গিয়েছে, কোনও বেসরকারি সংস্থাকে দিয়ে এই টাউনশিপ তৈরি করা হবে।
সূত্রের খবর, বাবার মূর্তির তৈরির প্রয়াস নিয়ে এক মন্ত্রীকে তিরষ্কার করেন মুখ্যমন্ত্রী। ওই মন্ত্রী নিজের এলাকায় একটি মূর্তি তৈরি করতে চেয়েছিলেন। যা নিয়ে আপত্তি তোলেন আদিবাসীরা। এদিকে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে (Amartya Sen) ১৩ ডেসিমেল জায়গা থেকে উচ্ছেদের নোটিস দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। সূত্রের খবর, মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, অমর্ত্য সেনের (Amartya Sen) বাড়ি বুলডোজার চালিয়ে ভাঙা হবে। প্রতিবাদে দলের নেতাদের শান্তিপূর্ণ অবস্থানে বসারও নির্দেশ দিয়েছেন তিনি। বুদ্ধিজীবীদের সঙ্গে নেওয়ার জন্যও নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
অন্যদিকে বিজেপির (BJP) সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) কটাক্ষ, এরা কেন সব সময় চোরের পক্ষ নেয় বুঝি না'। সরকারি অনুষ্ঠানের পাশাপাশি মন্ত্রী এবং নেতাদের নিজের নিজের ব্লকে রবীন্দ্র জয়ন্তী পালন করার নির্দেশ দিয়েছেন মু্খ্যমন্ত্রী । নবান্ন (Nabanna) সূত্রের খবর, বিভিন্ন দফতরে নিয়োগ নিয়ে অফিসারদের ভূমিকায় এদিন প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) । বৈঠকে তিনি বলেন, আমি দ্রুত নিয়োগ করার কথা বলছি বিভিন্ন পদে, আপনারা নিয়োগ করছেন না কেন? আমি নিয়োগ করার কথা বললেও আপনাদের কাছে গিয়ে নিয়োগ আটকে যাচ্ছে ।
আরও পড়ুন: Moyna Murder Update: কালিয়াগঞ্জের পর ময়না! তৃণমূলকে বিঁধতে বিজেপির হাতিয়ার নিহতে জাতিগত পরিচয়