বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: সাতসকালে পুকুরে পড়ে গেল যাত্রী বোঝাই বাস (loaded bus)। দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রীর চাপা পড়ার আশঙ্কা রয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা নাগাদ পূর্ব মেদিনীপুরে (Purba Medinipur) এই ঘটনা ঘটে।


হলদিয়ায় যাত্রী বোঝাই বাস উল্টে দুর্ঘটনা


সাতসকালে সাংঘাতিক অঘটন। হলদিয়ার (Haldia) ভবানীপুর থানা এলাকার চকদ্বীপা হাইস্কুলের কাছে পুকুরে যাত্রী বোঝাই বাস উল্টে ভয়াবহ দুর্ঘটনা। হলদিয়ার বালুঘাটা থেকে কুকড়াহাটি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় বেসরকারি বাসটি। স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকার্যে হাত লাগান।


খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ভবানীপুর থানার পুলিশ। বেশ কয়েকজন যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


সাত সকালে এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ভয়াবহ ছবিতে দেখা যায় পুকুরে বেঁকে অর্ধেক ডুবে রয়েছে বাসটি। স্থানীয় সূত্রে খবর, বাসে অন্তত ৪০ থেকে ৫০ জন যাত্রী ছিলেন। সকাল সাড়ে ৮টা নাগাদ হলদিয়ার বালুঘাটা থেকে কুকড়াহাটি যাওয়ার পথে চকদ্বীপা হাইস্কুলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় বেসরকারি বাসটি। স্থানীয়দের আশঙ্কা, বাসটি যেভাবে পুকুরে পড়ে রয়েছে সেক্ষেত্রে একাধিক যাত্রী চাপা পড়তে পারে। স্থানীয় বাসিন্দা, ভবানীপুর থানার পুলিশের সঙ্গে তিনটি ক্রেন এসেছে যাত্রীদের উদ্ধার করতে। বাসটিকে টেনে তোলার চেষ্টা চলছে। 


আরও পড়ুন: Fake Appointment Letter: ভুয়ো নিয়োগপত্র বিলি বিভ্রান্তি বলে মানল রাজ্য, পুনরাবৃত্তি হবে না, আশ্বাস মুখ্যসচিবের


বাস থেকে সাঁতরে বেরিয়ে আসতে দেখা যায় একাধিক যাত্রীকে। ভয়াবহ দুর্ঘটনায় আহত একাধিককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসের সামনের কাচ ভেঙে উদ্ধারকাজ চলছে। ঘটনাস্থলে ভিড় জমেছে স্থানীয় বাসিন্দাদের। 


চলতি মাসেই পশ্চিম মেদিনীপুরেও এক সাংঘাতিক বাস দুর্ঘটনা ঘটে। মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডে সেই অঘটন ঘটে। সরকারি বাস স্ট্যান্ডে দাঁড় করিয়ে ঠিকভাবে ব্রেক না দিয়েই নেমে পড়েছিলেন বাসের চালক। এরপর বাসের বনেট খোলার চেষ্টা করে খালাসি। দাঁড়িয়ে থাকা গাড়ি পিছিয়ে যেতে শুরু করে। গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ছেলের, আহত হন বাবা। 


প্রত্যক্ষদর্শীরা বলেন,  যাত্রী নামিয়ে ওই গাড়ির চালক গাড়িটাকে দাঁড় করিয়ে শৌচাগারে চলে যান। তারপরে কন্ডাক্টর গাড়ির বনেট খুলে মালপত্র বের করার চেষ্টা করে। তখনই গাড়ির হ্যান্ডব্রেক না মেরে রাখায় ওই মুহূর্তে গাড়ি নিউট্রাল হয়ে যায়। পিছন দিকে গড়াতে শুরু করে গাড়ির চাকা। সকালের ব্যস্ত সময়ে বাসস্ট্যান্ডে ছিলেন অনেকেই। তখনই অঘটন ঘটে যায়।