কলকাতা: একদিকে যখন শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে উত্তাল বাংলা (Fake Appointment Letter)। তার মধ্যেই উৎকর্ষ বাংলা প্রকল্পে সরকারি উদ্যোগে দেওয়া চাকরির নিয়োগপত্র নিয়েও উঠেছিল প্রতারণার অভিযোগ। ভুয়ো চিঠি দেওয়ার অভিযোগ করেছিলেন চাকরিপ্রার্থীদের একাংশ।এ বার সেই নিয়োগ-বিভ্রান্তির কথা স্বীকার করে নিল রাজ্য সরকারও।


ভুয়ো নিয়োগপত্র বিলি বিভ্রান্তি বলে মানলেন মুখ্যসচিব


গত কয়েক দিনে বেশ কয়েক জন চাকরিপ্রার্থী ভুয়ো নিয়োগপত্র পেয়েছেন বলে অভিযোগ করেন। সেই নিয়ে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Hari Krishna Dwivedi) বলেন, "একটা দুর্ভাগ্যজনক ঘটনা হুগলিতে ঘটেছে। ১০৭ জনকে যে জব অফার করা হয়েছিল, সেটা নিয়ে বিভ্রান্তি হয়েছিল। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরা ঠিক করেছি এবার থেকে ডবল চেকিং করা হবে।"


গত ১২ সেপ্টেম্বর, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উৎকর্ষ বাংলার অনুষ্ঠানের পর চাকরিপ্রার্থীদের হাতে নিয়োগপত্র দেওয়া হয়। কিন্তু, আবেদনকারীদের একাংশ দাবি করেন, নিয়োগপত্রে যে সংস্থার নাম লেখা ছিল, সেখানে যোগাযোগ করে তাঁরা জানতে পারেন, এই চিঠি ভুয়ো। বিষয়টি সামনে আসার পরই এ নিয়ে প্রশ্ন তোলে এবিপি আনন্দ। 


আরও পড়ুন: SSC Scam: স্ত্রীর নামের শেয়ার ট্রান্সফার, অর্পিতার বোনকেও চাকরি! পার্থকে নিয়ে আরও চাঞ্চল্যকর দাবি ইডি-র


তবে নিয়োগের বিষয়টি নিয়ে, বিভ্রান্তির কথা স্বীকার করলেও, গোটা ঘটনা নিয়ে রাজ্য সরকার কার্যত দায় ঠেলেছে বণিকসভা CII-এর ঘাড়ে। সূত্রের খবর, রাজ্য সরকার এই নিয়োগের বিষয়টি দেখার দায়িত্ব দিয়েছিল বণিকসভা CII-কে। 


CII আবার গুরগাঁওয়ের একটি সংস্থার সঙ্গে চুক্তি করেছিল। ওই সংস্থার বিরুদ্ধে CII কলকাতা পুলিশে FIR করেছে বলে সোমবার জানিয়েছেন মুখ্যসচিব। মুখ্যসচিব বলেন, "১৬ সেপ্টেম্বর সিআইআই এফ আইআর করেছে ওদের এক এজেন্ট এর বিরুদ্ধে। ওই ১০৭ জনের ভবিষ্যৎ নষ্ট হতে দেবো না। ওদের একটার জায়গায় একাধিক জব অফার আমরা করেছি।"


চাকরিপ্রার্থীদের আশ্বাস দিলেও, সংশয় তৈরি হয়েছে


কিন্তু রাজ্য সরকারের দেওয়া নিয়োগপত্র নিয়ে হয়রানির শিকার হতে হবে, তা স্বপ্নেও ভাবতে পারেননি চাকরিপ্রার্থীরা। তাই মুখ্য়সচিব আশ্বস্ত করলেও, পুরোপুরি আশ্বস্ত হতে পারছেন না তাঁরা। তাই প্রশ্ন উঠছে, যাঁদের নিয়ে এই টানাপোড়েন, সেই প্রার্থীরা কবে চাকরি পাবেন? কবে তাঁদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটবে? উত্তর খুঁজছেন চাকরিপ্রার্থীরাও।