কলকাতা: 'গণন্ত্রকে জলে ভাসিয়ে দেওয়া হচ্ছে। শুধু পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) নয়, ১৪ তলায় আরও একজনের কম্পিউটারেও এই লিস্ট টাইপ হয়েছে।' মঙ্গলবার সল্টলেকে (Saltlake) অভিযান মিছিল থেকে এসএসসি প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
মঙ্গলবার দুপুরে বিজেপি যুব মোর্চার মিছিল ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় সল্টলেক চত্বরে। কর্মসংস্থানের দাবি ছাড়াও শিক্ষক ও পুলিশ নিয়োগ-সহ একাধিক সরকারি চাকরিতে দুর্নীতির অভিযোগে বিজেপি যুব মোর্চার বিকাশ ভবন অভিযানে পথে নামেন। এই মিছিলে কেন্দ্রীয় ও রাজ্য স্তরের নেতারা যোগ দেন। সল্টলেকে বিজেপির বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার বাঁধে। দফায় দফায় ব্যারিকেড ভাঙার চেষ্টা করলেন আন্দোলনকারীরা। তাঁদের ছত্রভঙ্গ করতে জল কামান চালাল পুলিশ। রাস্তায় বসে পড়েন সুকান্ত মজুমদার। পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন বিজেপির কর্মী-সমর্থকরা।
SSC-র নিয়োগে একের পর এক দুর্নীতির অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি! এই পরিস্থিতিতে সরকারি চাকরিতে দুর্নীতির অভিযোগে মঙ্গলবার বিকাশ ভবন অভিযানের ডাক দেয় বিজেপির যুব মোর্চা।
এদিন মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি ও সাংসদ তেজস্বী সূর্য। মাঝপথে মিছিলে যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিকাশ ভবনের অনেক আগেই, ময়ূখ ভবনের সামনে ব্যারিকেড তৈরি করে রেখেছিল পুলিশ। প্রস্তুত রাখা হয়েছিল জল কামান। ময়ূখ ভবনের সামনে বিজেপির মিছিল পৌঁছতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করতেই, জল কামান ছোড়া হয়! জল কামানের একেবারে সামনে গিয়ে বসে পড়েন বিজেপির রাজ্য সভাপতি।
এদিন এসএসসি প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, 'আমি লিস্ট দিয়ে দেব। গণতন্ত্র শেষ, গণন্ত্রকে জলে ভাসিয়ে দেওয়া হচ্ছে। বেকার যুবকদের এসএসসির মাধ্যমে বঞ্চিত করা হচ্ছে। তৃণমূলের এমএলএরা পার্থ চট্টোপাধ্যায়ের কাছে লিস্ট পাঠিয়েছে।'
মুখ্যমন্ত্রীকে তোপ দেগে বিজেপির রাজ্য সভাপতির কটাক্ষ, 'আমরা জানি, শুধু পার্থ চট্টোপাধ্যায় নয়, তাঁকে সিবিআই ডাকছে ১৪ তলায় আরও একজনের কম্পিউটারেও এই লিস্ট টাইপ হয়েছে। আমরা তার নামও জানি, ১৪ তলা অবধি পৌঁছবে এই এসএসসির তার। তাই পুলিশ, প্রশাসন, তৃণমূল আতঙ্কিত।'
বিজেপি আন্দোলন করলেই থামানো হয়। এর থেকেই প্রমাণিত মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ভয় পাচ্ছেন। এদিন এমনও মন্তব্য করেন সুকান্ত মজুমদার। পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে তার মন্তব্য, আগামীদিনে মমতা বন্দ্যোপাধ্যায় সহ তাঁর সমস্ত সাংসদ, নেতারা সিবিআই-এর ব়্যাডারে আসবে। আমরাও এমন তথ্য-প্রমাণ হাতে পাচ্ছি।'