মুম্বই: যত দিন এগোচ্ছে, রোহিত শেট্টির (Rohit Shetty) ওয়েব সিরিজ 'ইন্ডিয়ান পুলিশ ফের্স'কে (Indian Police Force) ঘিরে উত্তেজনা বাড়ছে দর্শকদের। একজন একজন করে তারকার এন্ট্রি হচ্ছে তাতে। বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল রোহিত শেট্টির কপ ইউনিভার্সে দেখা যেতে চলেছে কোনও নতুন মুখকে। নাম হিসেবে উঠে আসছিল টাইগার শ্রফ, সিদ্ধার্থ মলহোত্রর নাম। অবশেষে জানা গিয়েছে, কপ ইউনিভার্সে দেখা যেতে চলেছে সিদ্ধার্থ মলহোত্রকে (Sidharth Malhotra)। দিন কয়েক পরই জানা যায়, রোহিত শেট্টির ওয়েব সিরিজে যোগ দিয়েছেন শিল্পা শেট্টি (Shilpa Shetty)। এবার জানা গেল আরও এক বলিউড তারকার নাম।
রোহিত শেট্টির 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স'-এ বলিউড তারকার এন্ট্রি-
সিনেমা হলের পর এবার ওয়েব প্ল্যাটফর্মেও রাজত্ব করতে আসছেন রোহিত শেট্টি। তাঁর আগামী ওয়েব সিরিজ 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স'-এর ঘোষণা আগেই হয়েছে। একে একে তিনি পরিচয় করাচ্ছেন তাঁর ওয়েব সিরিজের অভিনেতাদের সঙ্গে। সিদ্ধার্থ মলহোত্র, শিল্পা শেট্টির পর এবার রোহিত শেট্টির ওয়েব সিরিজে দেখা যাবে বলিউড তারকা বিবেক ওবেরয়কে। এদিন রোহিত শেট্টি এবং বিবেক ওবেরয় (Vivek Oberoy) দুজনেই নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই ওয়েব সিরিজে ফার্স্ট লুক শেয়ার করেছেন। বিবেক ওবেরয় তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে ছবি পোস্ট করে লিখেছেন, 'সেরা ফোর্স 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স'-এ যোগ দিলাম। রোহিত শেট্টির কপ ইউনিভার্সের সুপার কপ। ধন্যবাদ ভাই রোহিত শেট্টি আমার উপর বিশ্বাস রাখার জন্য আর অসাধারণ একটা চরিত্রে আমাকে সুযোগ দেওয়ার জন্য। সিদ্ধার্থ মলহোত্র এবং শিল্পা শেট্টির মতো আরও দুই সুপার কপের সঙ্গে অ্যাকশন করতে পেরে ভালো লাগছে।' রোহিত শেট্টি আবার তাঁর ওয়েব সিরিজে বিবেক ওবেরয়কে স্বাগত জানিয়ে লিখেছেন, 'আমাদের স্কোয়াডের সবথেকে অভিজ্ঞ এবং সিনিয়র অফিসারের সঙ্গে পরিচয় করিয়ে দিই। বিবেককে স্বাগত।'
আরও পড়ুন - Bhool Bhulaiyaa 2 Trailer: মাত্র তিন মিনিটের ট্রেলারেই ভয় ধরাচ্ছে 'ভুল ভুলাইয়া টু', ছবি মুক্তি ২০ মে
জানা যাচ্ছে, রোহিত শেট্টির নতুন এই প্রোজেক্টে তাঁর সঙ্গে হাত মিলিয়েছে অ্যামাজন প্রাইম ভিডিও। 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স' দিয়েই প্রথমবার কপ হিরোর ভূমিকায় দেখা যেতে চলেছে সিদ্ধার্থ মলহোত্রকে।